হোম > সারা দেশ

লকডাউন বাড়বে কিনা, সিদ্ধান্ত আগামীকাল

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান কঠোর ও সর্বাত্মক লকডাউনের মেয়াদ আরও বাড়বে কিনা, তা আগামীকাল সোমবার জানা যাবে। 

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম আজ রোববার আজকের পত্রিকাকে বলেন, ‘সোমবার আমাদের সভায় বসার সূচি নির্ধারিত আছে, সেখান থেকে লকডাউন নিয়ে সিদ্ধান্ত হবে।’

তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, ২১ এপ্রিলের পর আরও অন্তত এক সপ্তাহের কঠোর লকডাউন দেওয়ার চিন্তা করছে সরকার।

কারণ হিসেবে ওই কর্মকর্তা বলেন, আট দিন কঠোর লকডাউন করে খুব একটা ফল পাওয়া যাবে না। ১৪ দিন মানুষকে ঘরে রাখতে পারলে করোনাভাইরাসের সংক্রমণ কমে আসবে। এই বিষয়টিকে মাথায় রেখেই লকডাউনের সময় বাড়ানো হবে।

মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা জানান, মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে সোমবার ভার্চুয়াল বৈঠকে লকডাউন নিয়ে বিস্তারিত পর্যালোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে। সেই সিদ্ধান্তগুলো প্রস্তাব আকারে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে। প্রধানমন্ত্রী যেভাবে দিকনির্দেশনা দেবেন লকডাউন নিয়ে সেভাবেই সিদ্ধান্ত হবে।

করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকলে গত ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত মানুষের চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়। পরে এই বিধিনিষেধের সময় দুই দিন বাড়িয়ে ১৩ এপ্রিল পর্যন্ত করা হয়।

এরপর গত ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে শুরু হয়েছে কঠোর ও সর্বাত্মক লকডাউন, যা ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত চলবে। 

এই আট দিনের কঠোর লকডাউনে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত, বেসরকারি অফিস বন্ধ রাখা হয়েছে। বিশেষ দরকারে মুভমেন্ট পাস নিয়ে চলাচল করা যাচ্ছে। এছাড়া জরুরি অন্যান্য কার্যক্রম অব্যাহত রয়েছে।

কঠোর লকডাউন বাস্তবায়নে মাঠ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের গুরুত্বপূর্ণ সড়কগুলোকে চেকপোস্ট বসিয়ে অযথা কেউ ঘরের বাইরে বের হয়েছে কিনা তা যাচাই করা হচ্ছে।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

শাকসু নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার

বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

কুমিল্লায় নিজ গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় চিরশায়িত হলেন র‍্যাব কর্মকর্তা মোতালেব

পদ্মা সেতুর দায় পরিশোধ করতে গিয়ে চালের দাম ২০ টাকা বেড়ে গেছে: বাণিজ্য উপদেষ্টা

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

প্রশাসনের অভিযানে ১০ নৌকা কেটে ধ্বংস

সড়কে গাড়িতে অতিরিক্ত ওজন পরিবহন করায় রাস্তা নষ্ট, ২ লাখ টাকা জরিমানা

পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই নারীর