হোম > সারা দেশ > ফেনী

ফেনী সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় তানজানিয়ার নারী আটক

ফেনী প্রতিনিধি

আটক তানজানিয়ার নায়মাঙ্গানা প্রদেশের বাসিন্দা আমিনা শাবানি। ছবি: আজকের পত্রিকা

ফেনীর পরশুরাম সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় তানজানিয়ার এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মির্জানগর ইউনিয়নের নিজ কালিকাপুর সীমান্ত এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

আটক নারীর নাম আমিনা শাবানি (৩৩)। তিনি তানজানিয়ার নায়মাঙ্গানা প্রদেশের বাসিন্দা। বিজিবি জানিয়েছে, এক বছরে পরশুরামের নিজ কালিকাপুর ও বিলোনিয়া সীমান্ত এলাকা থেকে নাইজেরিয়া, সোমালিয়া, জাম্বিয়া ও সুদানের মোট ৯ নাগরিককে আটক করা হয়েছে।

বিজিবির পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিজ কালিকাপুর বিজিবি ক্যাম্পের একটি দল পূর্ব নিজ কালিকাপুর গ্রামের মজুমদারবাড়ি মসজিদসংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে আমিনা শাবানিকে আটক করা হয়।

এ বিষয়ে বিজিবির ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, সীমান্তে নিরাপত্তা জোরদার, চোরাচালান রোধ ও অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি নিয়মিত অভিযান চালাচ্ছে। আটক ওই নারীকে পরশুরাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

খাগড়াছড়ির পানছড়ি: নিয়ন্ত্রণহীন অটোরিকশায় তীব্র যানজট, ভোগান্তি

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

মানিকগঞ্জের ৩ আসন: বিএনপির ঘাঁটিতে ভাগ বসাতে চায় জামায়াত

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

সাতক্ষীরায় জেলা আ.লীগ নেতার মনোনয়নপত্র জমা, সমর্থক আটক

ভোলায় বিজেপি কার্যালয়ে হামলা, ভাঙচুর