হোম > সারা দেশ > রাজশাহী

দৃশ্যমান বিচার ও সংস্কার জাতি প্রত্যাশা করে: মুজিবুর রহমান

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

বাংলাদেশ জায়ামাতে ইসলামীর রাজশাহী মহানগরের উদ্যোগে আয়োজিত রুকন সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, ‘বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকার রাজনৈতিক দলের ওপর নিষেধাজ্ঞা দিয়ে, জনগণকে মিথ্যা আশা দিয়ে, ভোটের অধিকার খর্ব করে গণতন্ত্রকে হত্যা করেছে। বিনা বিচারে ও মিথ্যা ভোটে যেসব হত্যাকাণ্ড ঘটিয়েছে তার বিচার নিশ্চিত করতে হবে। দৃশ্যমান বিচার ও সংস্কার জাতি প্রত্যাশা করে।’ শনিবার সকালে জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরের উদ্যোগে আয়োজিত রুকন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরের একটি মিলনায়তনে এই সমাবেশের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন দলের রাজশাহী মহানগরের আমির ড. মাওলানা কেরামত আলী।

সমাবেশে অধ্যাপক মুজিবুর রহমানর বলেন, ‘দেশের কল্যাণের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মানুষের অধিকার নিশ্চিত করতে হলে জাস্টিস কায়েম করতে হবে। ইসলাম মানুষের সার্বিক জীবনের সমস্যার সমাধান দিতে পারে, তাই কোরআনের আলোকে ব্যক্তিজীবন গঠন করতে হবে এবং সততার মানদণ্ডে সমাজ পরিচালনা করতে হবে।’

রাজশাহী মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ শাহাদৎ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মহানগরের নায়েবে আমির অধ্যক্ষ সিদ্দিক হোসাইন, আবু মোহাম্মদ সেলিম, ভারপ্রাপ্ত সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল সাংগঠনিক সেক্রেটারি জসিম উদ্দিন সরকার প্রমুখ।

বাগেরহাটের চিতলমারী: অবৈধ বালু উত্তোলনে বিলীন হচ্ছে ফসলি জমি ও রাস্তাঘাট

পটুয়াখালীর দুমকী: পানির স্তর নেমে গেছে তীব্র সংকটে মানুষ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

কুষ্টিয়ার দৌলতপুর: গ্রাম আদালতে অতিরিক্ত ফি

সাত খুনের চারটিই ক্লুলেস

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

ভোট চুরির এমপি হতে চাই না: অ্যাটর্নি জেনারেল

ধর্ষণের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীর, থানায় মামলা

চলন্ত ফেরি থেকে মাঝনদীতে পড়ল ট্রাকসহ ৫ যান

বাগেরহাটের চারটি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যাঁরা