হোম > সারা দেশ > পঞ্চগড়

বিষ হাতে স্ত্রী-সন্তান নিয়ে সংবাদ সম্মেলন: জমি দখল ও হামলার অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে

পঞ্চগড় প্রতিনিধি 

পঞ্চগড় সদর উপজেলার হাঁড়িভাসা ইউনিয়নের হালুয়াপাড়া এলাকায় বিষের বোতল হাতে নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে ভুক্তভোগী পরিবার। ছবি: আজকের পত্রিকা

বিষের বোতল হাতে স্ত্রী-সন্তানসহ সংবাদ সম্মেলন করেছে পঞ্চগড়ের এক ভুক্তভোগী পরিবার। তাঁদের অভিযোগ, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এ বি এম আখতারুজ্জামান শাহজাহান প্রভাব খাটিয়ে তাঁদের বংশীয় জমি দখলের পাঁয়তারা চালাচ্ছেন। হামলা-মামলার হুমকির মুখে তাঁরা এতটাই নিরাপত্তাহীনতায় ভুগছেন যে, আত্মহত্যা ছাড়া আর কোনো পথ দেখছেন না বলে জানান।

শনিবার (১২ জুলাই) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার হাঁড়িভাসা ইউনিয়নের হালুয়াপাড়া এলাকায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করে পরিবারটি। সেখানে বক্তব্য দেন জাহাঙ্গীর আলম, তরিকুল ইসলাম, ফিরোজ আলম, শফিয়ার রহমানসহ পরিবারের কয়েকজন সদস্য।

পঞ্চগড় সদর উপজেলার হাঁড়িভাসা ইউনিয়নের হালুয়াপাড়া এলাকায় বিষের বোতল হাতে নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে ভুক্তভোগী পরিবার। ছবি: আজকের পত্রিকা

তাঁদের ভাষ্য, হালুয়াপাড়া এলাকায় তাদের বংশীয় সম্পত্তি হিসেবে প্রায় ৭০০-৭৫০ বিঘা জমি রয়েছে, যা দীর্ঘদিন ধরে তাঁরা ভোগদখল করে আসছেন। কিন্তু শাহজাহানের বাবা বদিউজ্জামান কানুনগো থাকার সুযোগে জমির জাল দলিল তৈরি করে তা নিজেদের নামে রেজিস্ট্রি করিয়ে নেন। বর্তমানে তাঁরা মাত্র ৪০ বিঘা জমিতে কৃষিকাজ করছেন, তাও হামলা ও হুমকির মুখে।

অভিযোগকারী পরিবারটি জানায়, প্রায়ই জমি দখলের চেষ্টা চালানো হচ্ছে। বাড়িঘরে আগুন দেওয়ার হুমকি, স্থানীয় প্রভাব খাটিয়ে পুলিশ দিয়ে হয়রানি করানোর ঘটনাও ঘটেছে। সংবাদ সম্মেলনে একজন বলেন, ‘ভয়ভীতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, মরে যাওয়া ছাড়া উপায় নেই। আমাদের হাতে যদি কারও রক্ত লাগে, তার চেয়ে বরং নিজেরাই বিষ খেয়ে মরব।’

পঞ্চগড় সদর উপজেলার হাঁড়িভাসা ইউনিয়নের হালুয়াপাড়া এলাকায় বিষের বোতল হাতে নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে ভুক্তভোগী পরিবার। ছবি: আজকের পত্রিকা

তারা সরকারের কাছে সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে এ বি এম আখতারুজ্জামান শাহজাহান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা কারও জমি দখল করিনি, বরং তারাই আমাদের বিরুদ্ধে মামলা করেছে। ২৫ জুন বসার কথা ছিল, তারা বসেনি। এখন নিজেরাই নানা জটিলতা তৈরি করছে। আমরা চাই, গণমাধ্যমের মাধ্যমে প্রকৃত ঘটনা সামনে আসুক।’

বগুড়ায় খালেদা জিয়ার আসনে মনোনয়নপত্র তুললেন বিএনপি নেতা

নেত্রকোনায় দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ২২

শাহজাদপুরের হত্যা মামলায় যাবজ্জীবনপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

পানছড়ি সীমান্তে ১১টি ভারতীয় গরুসহ আটক ১

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ

ভোলায় আবাসিক হোটেলে যুবলীগ নেতার ঝুলন্ত লাশ

নীলফামারী-১ আসন: তুহিনের মনোনয়ন দাবি সমর্থকদের, আফেন্দীকে বর্জনের হুঁশিয়ারি

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে অবস্থান কর্মসূচিতে বসেছে ইনকিলাব মঞ্চ

ঠাকুরগাঁওয়ে মাজার ভাঙচুর করল দুর্বৃত্তরা, জড়িতদের বিচারের দাবি

এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ১১