হোম > সারা দেশ

বাসাইল পৌরসভা নির্বাচন সুষ্ঠু হলে জাতীয় নির্বাচনে অংশ নেবেন কাদের সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

টাঙ্গাইলের বাসাইল পৌরসভা নির্বাচন সুষ্ঠু হলে জাতীয় নির্বাচনে অংশ নেবেন বঙ্গবীর কাদের সিদ্দিকীর দল কৃষক শ্রমিক জনতা লীগ। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন (ইসি) ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন কাদের সিদ্দিকী। এ সময় সিইসিও তাঁর পাশে দাঁড়ানো ছিলেন।

কাদের সিদ্দিকী বলেন, ‘২০১৮ সালের নির্বাচনের পর আমাদের দল কোনো নির্বাচনে অংশ নেয়নি। টাঙ্গাইলের বাসাইলে একটি পৌরসভা নির্বাচন হবে। আমরা জানতে এসেছি এই নির্বাচন অবাধ, সুষ্ঠু, সরকারের প্রভাবমুক্ত করতে পারবে কি না। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ করতে পারলে আমরা অংশগ্রহণ করব। আর বাসাইল নির্বাচন সুষ্ঠু করতে পারলে আমরা জাতীয় নির্বাচনে অংশ নেব।’ 

কোন দল নির্বাচনে অংশ নিল, তার চেয়ে বড় বিষয় কত মানুষ ভোট দিতে পারল জানিয়ে কাদের সিদ্দিকী বলেন, ‘নির্বাচন হওয়া উচিত অবাধ নিরপেক্ষ। কোন দল অংশগ্রহণ করল, কটি দল অংশ নিল তার চেয়ে বড় বিষয় কত মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারল। নির্বাচন কমিশন যে কথা দিয়েছে, আশা করি তা তারা রাখবে। সহিষ্ণু নির্বাচনের মাধ্যমে আবার প্রাণ ফিরে পাবে।’ 

কৃষক শ্রমিক জনতা লীগের এই শীর্ষ নেতা আরও বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনারের আশ্বাসে আমি আশ্বস্ত হয়েছি। তারা বলেছে তাদের সাধ্যমতো সুষ্ঠু, নিরপেক্ষ, উৎসবমুখর পরিবেশে বাসাইল পৌরসভা নির্বাচন উপহার দেবে। আজকে নির্বাচন কমিশনের অনেকগুলো কথার সঙ্গে একমত পোষণ করছি।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, ‘নির্বাচনের সময় নির্বাচন কমিশন হচ্ছে ‘সরকার’। দলীয় সরকার থাকবে আজ্ঞাবহ। তবে এটা ততটা দেখা যায় না। আমরা প্রত্যাশা করব, পুবদিক দিয়ে সূর্য উঠে পশ্চিমে অস্ত যাওয়ার আগেই এই পরিবর্তন যেন দেখতে পাই।’

স্থলবন্দর প্রকল্প: রামগড়ে তিন পাহাড় কেটে বন্দরের জমি ভরাট

ভোলায় বিএনপি-জামায়াত কর্মীদের মধ্যে ফের সংঘর্ষ, আহত ১২

ভালুকায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

হত্যা মামলায় সুব্রত বাইনের মেয়ে কারাগারে

চবির উপ-উপাচার্যের বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করা হয়েছে, দাবি ১০১ শিক্ষকের

নিখোঁজের ২৪ দিন পর ড্রেনে মিলল মাদ্রাসাছাত্র আবদুল্লাহর মরদেহ

কক্সবাজারে পার্কিংয়ে থাকা বাসে আগুন

মুজিব বাহিনীর গণহত্যার প্রতিক্রিয়া ২৫ মার্চে পাকিস্তানি বাহিনীর ক্র্যাকডাউন: জামায়াত নেতা