হোম > সারা দেশ

বাসাইল পৌরসভা নির্বাচন সুষ্ঠু হলে জাতীয় নির্বাচনে অংশ নেবেন কাদের সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

টাঙ্গাইলের বাসাইল পৌরসভা নির্বাচন সুষ্ঠু হলে জাতীয় নির্বাচনে অংশ নেবেন বঙ্গবীর কাদের সিদ্দিকীর দল কৃষক শ্রমিক জনতা লীগ। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন (ইসি) ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন কাদের সিদ্দিকী। এ সময় সিইসিও তাঁর পাশে দাঁড়ানো ছিলেন।

কাদের সিদ্দিকী বলেন, ‘২০১৮ সালের নির্বাচনের পর আমাদের দল কোনো নির্বাচনে অংশ নেয়নি। টাঙ্গাইলের বাসাইলে একটি পৌরসভা নির্বাচন হবে। আমরা জানতে এসেছি এই নির্বাচন অবাধ, সুষ্ঠু, সরকারের প্রভাবমুক্ত করতে পারবে কি না। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ করতে পারলে আমরা অংশগ্রহণ করব। আর বাসাইল নির্বাচন সুষ্ঠু করতে পারলে আমরা জাতীয় নির্বাচনে অংশ নেব।’ 

কোন দল নির্বাচনে অংশ নিল, তার চেয়ে বড় বিষয় কত মানুষ ভোট দিতে পারল জানিয়ে কাদের সিদ্দিকী বলেন, ‘নির্বাচন হওয়া উচিত অবাধ নিরপেক্ষ। কোন দল অংশগ্রহণ করল, কটি দল অংশ নিল তার চেয়ে বড় বিষয় কত মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারল। নির্বাচন কমিশন যে কথা দিয়েছে, আশা করি তা তারা রাখবে। সহিষ্ণু নির্বাচনের মাধ্যমে আবার প্রাণ ফিরে পাবে।’ 

কৃষক শ্রমিক জনতা লীগের এই শীর্ষ নেতা আরও বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনারের আশ্বাসে আমি আশ্বস্ত হয়েছি। তারা বলেছে তাদের সাধ্যমতো সুষ্ঠু, নিরপেক্ষ, উৎসবমুখর পরিবেশে বাসাইল পৌরসভা নির্বাচন উপহার দেবে। আজকে নির্বাচন কমিশনের অনেকগুলো কথার সঙ্গে একমত পোষণ করছি।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, ‘নির্বাচনের সময় নির্বাচন কমিশন হচ্ছে ‘সরকার’। দলীয় সরকার থাকবে আজ্ঞাবহ। তবে এটা ততটা দেখা যায় না। আমরা প্রত্যাশা করব, পুবদিক দিয়ে সূর্য উঠে পশ্চিমে অস্ত যাওয়ার আগেই এই পরিবর্তন যেন দেখতে পাই।’

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবিরের ৯ শতাংশ নারী ধর্ষণের শিকার: বিএনপিএস

যবিপ্রবির প্রথম উপাচার্য রফিকুল ইসলাম মারা গেছেন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

দুর্নীতির সংবাদ প্রকাশ: কার্যালয়ে ডেকে নিয়ে সাংবাদিকদের ‘দেখে নেওয়ার’ হুমকি কর্মকর্তার

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভোলায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক