হোম > সারা দেশ

বাংলাদেশের স্বাধীনতার জন্য জেলে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল: মোদি

নিজস্ব প্রতিবেদক

স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি মোদি জানিয়েছেন, বাংলাদেশের স্বাধীনতার জন্য জেলে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল তার। আজ শুক্রবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জাতীয় প্যারেড স্কয়ারে ‘মুজিব চিরন্তন’ শীর্ষক অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে দেওয়া বক্তৃতায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এমনটি জানান।

মোদি বলেন,  বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল।   বাংলাদেশের স্বাধীনতার জন্য সত্যগ্রহ আন্দোলন করতে গিয়ে জেলে যাওয়ার মতো পরিস্থিতি আমার জন্য তৈরি হয়েছিল।  

 জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করতে মুজিব কোট পড়ে জাতীয় প্যারেড স্কয়ারে প্রবেশ করেন মোদি। অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রেসিডেন্ট আব্দুল হামিদও উপস্থিত ছিলেন।

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের সেনাদের অবদানের কথা স্মরণ করে মোদি বলেন, এই মহান জাতির যে সব সেনারা আত্মত্যাগ করেছেন তাদেরকে আমরা কখনো ভুলবো না। পাশাপাশি যে সব ভারতীয় সেনারা বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিলেন; তাঁদের আত্মত্যাগও আমরা কখনো ভুলবো না।

 নরেন্দ্র মোদি আরও বলেন, বাংলাদেশ এবং ভারতের গণতন্ত্র নিয়ে ভবিষ্যত পরিকল্পনা রয়েছে ।  উভয় দেশরই একসঙ্গে চলা এই অঞ্চলের অগ্রগতির জন্য প্রয়োজন।

এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেন। দুদিনের সফরে আজ শুক্রবার ঢাকায় পৌঁছান ভারতের প্রধানমন্ত্রী মোদি। তার  এই সফরকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় বাংলাদেশে ৪ জনের মৃত্যু হয়েছে।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

শাকসু নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার

বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

কুমিল্লায় নিজ গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় চিরশায়িত হলেন র‍্যাব কর্মকর্তা মোতালেব

পদ্মা সেতুর দায় পরিশোধ করতে গিয়ে চালের দাম ২০ টাকা বেড়ে গেছে: বাণিজ্য উপদেষ্টা

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

প্রশাসনের অভিযানে ১০ নৌকা কেটে ধ্বংস

সড়কে গাড়িতে অতিরিক্ত ওজন পরিবহন করায় রাস্তা নষ্ট, ২ লাখ টাকা জরিমানা

পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই নারীর