হোম > সারা দেশ

শেরপুরে এক শিশুর মরদেহ উদ্ধার

প্রতিনিধি, শেরপুর

শেরপুরে ব্রিজের নিচ থেকে আরাফাত নামে ৮ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ ৩ এপ্রিল শনিবার বিকেলে সদর উপজেলার চরপক্ষীমারী এলাকায় শেরপুর-জামালপুর ব্রিজের নিচ থেকে এ মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত আরাফাত নন্দীরজোত পোড়ারদোকান এলাকার আব্দুল মোতালেবের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসায় পড়তো।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশু আরাফাত শুক্রবার বিকেলে তার মামা সিয়ামের (১০) সাথে পার্শ্ববর্তী রামেরচর গ্রামের নানাবাড়ি যাওয়ার উদ্দেশ্যে বের হয়। কিন্তু সে নানাবাড়ি না পৌঁছায় তাকে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। পরে আজ শনিবার বিকেল তিনটার দিকে জামালপুর-শেরপুর ব্রিজের নিচে চরপক্ষীমারী এলাকায় এক শিশুর মরদেহ দেখতে পেয়ে ৯৯৯-এ ফোন দেয় স্থানীয়রা।

এদিকে আরাফাতের স্বজনরাও খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ শনাক্ত করে। পরে নিহত শিশুর মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে মরদেহ থানায় নিয়ে যায় পুলিশ। শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হান্নান মিয়া ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন  ঘটনাস্থল পরিদর্শন করেছেন

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, নিহত শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আমির হামজাকে হত্যার হুমকি: প্রতিবাদ সভায় বক্তৃতার সময় জামায়াত নেতার মৃত্যু

ফরিদপুরে পেট্রলপাম্প ও পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতি

এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্সে আগুন, অল্পের জন্য প্রাণে রক্ষা রোগীসহ ৬ যাত্রীর

টাঙ্গাইলে পুলিশ ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণকালে কনস্টেবল গুলিবিদ্ধ

চৌদ্দগ্রামে বিএনপি-জামায়াতের সংঘর্ষে আহত ৬

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

মাদারীপুরে হাইওয়ে পুলিশের অভিযান, ১২ ইজিবাইক জব্দ