হোম > সারা দেশ > নোয়াখালী

শ্যালক-দুলাভাই মিলে চুরি করতে গিয়ে নারীকে গলা কেটে হত্যা

­হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

হাতিয়া থানা। ছবি: আজকের পত্রিকা

চুরির উদ্দেশ্যে গৃহবধূর ঘরে প্রবেশ করেন শ্যালক, দুলাভাইসহ তিনজন। কিন্তু চিনে ফেলায় গলা কেটে হত্যা করা হয় গৃহবধূকে। লাশ ফেলে দেওয়া হয় পুকুরে। ঘটনার এক সপ্তাহ পর হত্যায় জড়িত রাব্বী নামে একজনকে আটক করলে এসব তথ্য বেরিয়ে আসে। এর আগে গত ২৮ মে রাত ১০টার দিকে নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে শতফুল গ্রামের আশ্রয়কেন্দ্র সংলগ্ন মো. এমরান উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত ওই গৃহবধূ এমরান উদ্দিনের স্ত্রী। তাঁর নাম আমেনা বেগম। এ ঘটনায় আটক দুজন হলেন ভোলার চরফ্যাশন উপজেলার চরমাইনকা ইউনিয়নের আব্দুল মন্নান মাঝির ছেলে ফজলে রাব্বী ও হাতিয়ার নিঝুমদ্বীপের ১ নম্বর ওয়ার্ডের মো. মাধুর ছেলে আলাউদ্দিন। এদের মধ্যে রাব্বিকে গত শনিবার রাতে নিঝুমদ্বীপ থেকে আটক করে স্থানীয়রা। রাব্বীর দেওয়া তথ্যে ভোলার দৌলতখাঁ থেকে আটক করা হয় আলাউদ্দিনকে। আলাউদ্দিন রাব্বীর দুলাভাই হন বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, আটক রাব্বীকে রোববার বিকালে হাতিয়া থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তাতে তিনি চাঞ্চল্যকর এসব তথ্য দেন।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, জিজ্ঞাসাবাদে রাব্বী বেশ কিছু তথ্য দিয়েছেন। হত্যার সঙ্গে তাঁরা তিনজন জড়িত ছিলেন। মূলত চুরির উদ্দেশ্যে তাঁরা গৃহবধূর ঘরে প্রবেশ করেন। প্রতিবেশী হওয়ায় ওই নারী আলাউদ্দিনসহ দুজনকে চিনে ফেলেন। তাই তাঁকে গলা কেটে হত্যা করা হয়। হত্যার আগে ওই নারীর ঘরে থাকা স্বর্ণালংকার ও টাকা-পয়সা লুট করা হয়। পরে আঙুলের ছাপ নিশ্চিহ্ন করতে লাশ পাশের পুকুরে ফেলে দেয় হত্যাকারীরা।

ওসি আরও জানান, ভোলায় আটক আলাউদ্দিনকে নিয়ে আসা হলে দুজনকে সামনাসামনি জিজ্ঞাসাবাদ করা হবে। তাতে সত্য উদ্‌ঘাটন আরও সহজ হবে। সোমবার যে কোনো সময় তাঁদের আদালতে পাঠানো হবে। আটক রাব্বীর বাড়ী ভোলার চরফ্যাশনে হলেও তিনি সরকার পরিবর্তনের পর থেকে নিঝুমদ্বীপে অবস্থান করছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আলাউদ্দিন সম্পর্কে রাব্বীর বোনজামাই হয় বলে জানা গেছে। খোঁজ নিয়ে দেখা গেছে, রাব্বী ও আলাউদ্দিন দুজন বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত।

বিএনপিতে যোগ দিলেন ‘আওয়ামী ঘনিষ্ঠ’ রাজনগর ইউপি চেয়ারম্যান

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে ঈশ্বরদী

সুন্দরবনে অপহৃত রিসোর্ট মালিকসহ দুই পর্যটককে উদ্ধার

নাটোর-১ আসন: আচরণবিধি লঙ্ঘনের দায়ে স্বতন্ত্র প্রার্থী টিপুকে শোকজ

শামা ওবায়েদের হাতে ফুল দিয়ে তাঁরই গাড়ি ভাঙচুরের আসামি আ.লীগ নেতা বিএনপিতে

আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

জাবির আবাসিক হল থেকে ২০ বোতল বিদেশি মদ জব্দ

নির্বাচনে আর্থিক সহযোগিতা চেয়ে ব্যারিস্টার ফুয়াদের ভিডিও পোস্ট

খুলনা-১ আসন: সম্পদে এগিয়ে কৃষ্ণ নন্দী, বার্ষিক আয়ে এজাজ খান

গাজীপুরের শ্রীপুর: এক বছরে ৩৩ খুন, তিন কারণে বেশি