হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে ভাইয়ের স্ত্রী ও ভাতিজার হামলায় বৃদ্ধ নিহত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রতীকী ছবি

বরিশালের গৌরনদীতে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে ছোট ভাইয়ের স্ত্রী ও ভাতিজার হামলায় এক বৃদ্ধ নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

উপজেলার বাটাজোর ইউনিয়নের সিংগা গ্রামে ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার সন্ধ্যায়। নিহত ব্যক্তির নাম দেলোয়ার হোসেন ফকির (৬৫)। তিনি ওই গ্রামের বাসিন্দা।

দেলোয়ারের ছেলে ফরসাল ফকির অভিযোগ করেন, জমি নিয়ে বিরোধের জের ধরে তাঁর ছোট চাচা জাহাঙ্গীর হোসেন ফকিরের সঙ্গে তাঁর বাবা দেলোয়ারের বাগ্‌বিতণ্ডা হয়। এ সময় জাহাঙ্গীরের স্ত্রী সুরমা আক্তার সাথী ও তাঁর ছেলে জাহিদ হোসেনের হামলায় ঘটনাস্থলেই দেলোয়ার নিহত হন।

হামলার অভিযোগ অস্বীকার করে জাহাঙ্গীর বলেন, বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে অসুস্থ হয়ে দেলোয়ার মৃত্যুবরণ করেছেন।

গৌরনদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুরো বিষয়টি তদন্ত করা হয়। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

যোগাযোগ করা হলে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া বলেন, দেলোয়ারের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য তা আজ রোববার মর্গে পাঠানো হবে।

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

কাপ্তাই হ্রদে কায়াক উল্টে পর্যটকের মৃত্যু

মাদ্রাসার পরিচালককে হত্যার হুমকির চিরকুট, থানায় জিডি

ঝালকাঠিতে হাদির গায়েবানা জানাজা

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

হামলা-ভাঙচুরকারীরা হাদির আদর্শের অনুসারী হতে পারে না: কনকচাঁপা

চকরিয়ায় গাছের সঙ্গে ধাক্কা খেল অটোরিকশা, শিশু নিহত

প্রতিবেশী দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল যুবকের