হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

স্ত্রীর গরম ডালে স্বামীর শরীর ঝলসানোর মামলায় ‘উসকানিদাতা’ বিএনপি নেত্রী শাহনাজ কারাগারে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

শাহনাজ খাতুন। ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহনাজ খাতুনকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। সাইবুর রহমান নামের এক ব্যক্তির করা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ রোববার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা ও দায়রা আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২৩ জুন ভোলাহাট উপজেলার চরধরমপুর মিস্ত্রিপাড়া এলাকার সাইবুর রহমানের (৪৪) স্ত্রী তাজকেরা খাতুন পারিবারিক কলহের জের ধরে তাঁর স্বামীর গায়ে গরম ডাল ঢেলে দেন। এতে তাঁর স্বামীর শরীর ঝলসে যায়। এ ঘটনায় শাহনাজ খাতুনকে উসকানিদাতা ও হত্যাচেষ্টার অভিযোগ করে মামলা করেন সাইবুর রহমানে বড় ভাই। এতে বিএনপির এই নেত্রীকে ৬ নম্বর আসামি করা হয়।

গতকাল শনিবার রাতে উপজেলার মেডিকেল মোড় এলাকা থেকে শাহনাজকে আটক করা হয়। এরপর তাঁকে চাঁপাইনবাবগঞ্জ সদর পুলিশ ফাঁড়িতে রাখা হয়। আজ রোববার দুপুরে ওই থানার একটি এজাহারনামীয় আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ জানিয়েছেন।

এদিকে, শাহনাজ খাতুনের বড় ভাই শাহ কবির বলেন, ‘আমার ছোট বোনকে যখন আটক করা হয়, তখন আমি ঘটনাস্থলে ছিলাম। তাঁকে মামলা ছাড়াই জোরপূর্বক তিন গাড়ি পুলিশ গিয়ে উঠিয়ে এনে রাতভর নাটকের পরে এখন নিজেদের তৈরি করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আমার বোনের প্রতি অন্যায় করা হয়েছে। তাকে আজ (রোববার) বেলা সাড়ে ৩টা পর্যন্ত আদালতে তোলা হয়নি।’

অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ আজকের পত্রিকাকে বলেন, গতকাল (শনিবার) রাতে শাহনাজ খাতুনকে আটক করে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছিল। তাঁর মেডিকেল রিপোর্ট সম্পন্ন করে তাঁকে আদালতে তোলা হয়। তিনি ওই মামলার এজাহারভুক্ত আসামি। আদালতের বিচারক তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

মাঠে পড়ে ছিল মাছ ব্যবসায়ীর রক্তাক্ত লাশ

বাসার দরজা ভেঙে চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

বদলি নিয়ে ফেসবুকে ক্ষোভ প্রকাশ শিক্ষক নেতার

আমনের বাম্পার ফলনেও মুখে হাসি নেই কৃষকের, বাজারে ধানের দাম কমায় হতাশা

পঞ্চগড়ে তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস

গলায় রশি পেঁচানো নছিমনচালকের লাশ উদ্ধার

পাহাড়ে ভুট্টা চাষে ভালো ফলন পেলেন কৃষক জয়নাল

ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

তরমুজ ‘বিপ্লবে’ সারসংকট

মৎস্যজীবী পরিচয়ে পুকুর ইজারা যুবলীগ নেতার