হোম > সারা দেশ

করোনা নেগেটিভ সনদ পেলেও মানতে হবে ১১ দিনের কোয়ারেন্টিন

নিজস্ব প্রতিবেদক

ঢাকা:  বিদেশ ফেরত যাত্রীদের যারা এরই মধ্যে কোভিড-১৯ ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন এবং যাত্রার তিনদিনের মধ্যে করোনা নেগেটিভ সনদ পেয়েছেন তাঁদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে না। তবে তাঁদেরকে ১৪ দিন বাধ্যতামূলক হোম কোয়ারেন্টিনে থাকতে হবে বলে জানিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

আজ শনিবার বেবিচকের ফ্লাইট সেফটি অ্যান্ড রেগুলেশন কমিটির পক্ষ থেকে গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী মোহাম্মদ জিয়াউল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, যাত্রার ৭২ ঘন্টার মধ্যে সকল যাত্রীকে করোনা নেগেটিভ সার্টিফিকেট নিতে হবে। দেশে আসা যাত্রীদের মধ্যে যারা করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন বা একদমই নেননি এবং করোনার নেগেটিভ সনদ আছে তাঁদেরকে সরকার কর্তৃক নির্ধারিত হোটেলে নিজ খরচে তিনদিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে।

প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য সরকার নির্ধারিত হোটেলে সিট ফাঁকা না থাকলে সংশ্লিষ্ট যাত্রীদের হোটেল রিজার্ভের প্রমাণ দেখাতে হবে। তিন দিন পর তারা নমুনা পরীক্ষার জন্য দিবেন এবং করোনা নেগেটিভ সনদ পেলে তাঁদেরকেও ১১ দিন থাকতে হবে হোম কোয়ারেন্টিনে।

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

মাস্টার্সের সনদ জাল: কলেজের সভাপতির পদ হারালেন সবুজ খাঁন

চেক ডিজঅনারের মামলা: ফরিদপুরে চিকিৎসাধীন অবস্থায় কয়েদির মৃত্যু

হাদির স্মরণে ঝালকাঠিতে গ্রাফিতি ও দেয়াললিখন

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে যোগ দিতে গিয়ে কৃষক দল নেতার মৃত্যু

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

মতলবে কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত সন্দেহে ২৮ জন আটক

হাতিয়ায় গোলাগুলির দুই দিন পর সামছুর লাশের সন্ধান, নিহত বেড়ে ৬