হোম > সারা দেশ > রাজশাহী

বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের নাম ‘নাপা সেন্টার!’

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাবি মেডিকেল সেন্টারের নামফলকে ‘নাপা সেন্টার’ লেখা ব্যানার ঝুলিয়ে প্রতিবাদ। ছবি: আজকের পত্রিকা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মেডিকেল সেন্টারের নামফলকে ‘নাপা সেন্টার’ লেখা ব্যানার ঝুলিয়ে চিকিৎসাসেবার ‘অব্যবস্থাপনার’ প্রতিবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) এই প্রতিবাদ জানান তাঁরা।

শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে উন্নত চিকিৎসা নেই। এখানে নাপা ছাড়া কিছুই পাওয়া যায় না। বিপ্লবী প্রশাসন সংস্কারের নামে শিক্ষার্থীদের মুলা ঝুলিয়ে সময় পার করছেন। ফাঁকা বুলিতে তারা শিক্ষার্থীদের সন্তুষ্ট রাখতে চায়।

এর আগে শিক্ষার্থী মৃত্যুর প্রতিবাদে দুপুর থেকে তিন দফা দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবন ঘেরাও করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো মৃত শিক্ষার্থীর পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ প্রদান, ক্যাম্পাসে নিয়মিত মশকনিধন কর্মসূচি বাস্তবায়ন ও বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্র সংস্কার করা। পরে বিশ্ববিদ্যালয় উপাচার্য বরাবর স্মারকলিপি দেন তাঁরা। শিক্ষার্থীরা বলেন, মৌমিতা কয়েক দিন ধরে জ্বরসহ নানা সমস্যায় ভুগছিলেন। প্রথমে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে গেলে যথাযথ চিকিৎসা পাননি। ২৬ জুলাই অসুস্থ অবস্থায় গ্রামের বাসায় যান। প্রচণ্ড বমি করা অবস্থায় হাসপাতালে ভর্তি হলে সেখানেই মারা যান তিনি।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ফরিদ উদ্দিন খান বলেন, চিকিৎসাকেন্দ্রের সেবার মান বৃদ্ধির কাজ চলমান আছে। আরও কীভাবে এ সমস্যার সমাধান করা যায়, সেটা নিয়ে আলোচনা চলছে।

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের এক যুবক নিহত

ট্রাক-অ্যাম্বুলেন্সের সংঘর্ষ: স্ট্রোক করা মিজানকে নিয়ে ঢাকা যাচ্ছিলেন স্ত্রী ও শ্যালক, মারা গেলেন সবাই

চাঁদপুরে আগুনে কিশোরের মৃত্যু, পুড়েছে ৫ ব্যবসাপ্রতিষ্ঠান

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চ

শীতের চেয়েও কাজ না পাওয়ার কষ্ট বেশি

কুয়াশায় যমুনায় আটকা বর-কনেসহ ৪৭ যাত্রীর নৌকা, ১৫ ঘণ্টা পর উদ্ধার

ফরিদপুরে জেমসের কনসার্ট পণ্ড, কী ঘটেছিল সেখানে

গাজীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: কুড়িগ্রাম থেকে অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার