১৬ ঘণ্টায় সারা দেশে ১৪ যানবাহন ও স্থাপনায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ শনিবার দুপুরে এ তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।
তালহা বিন জসিম বলেন, গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে আজ শনিবার সকাল ১০টা পর্যন্ত ১৬ ঘণ্টায় সারা দেশে ১৪টি আগুনের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এতে ছয়টি যানবাহন ও নয়টি স্থাপনা পুড়ে গেছে। স্থাপনার মধ্যে একটি বৌদ্ধমন্দির ও আটটি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় চারজন নিহত হয়েছে।
তিনি আরও বলেন, ঢাকা সিটিতে একটি, ঢাকা বিভাগে চারটি, সিলেট বিভাগে দুইটি, চট্টগ্রাম বিভাগে চারটি, ময়মনসিংহ বিভাগে তিনটি ঘটনা ঘটে। এই অগ্নিকাণ্ডে একটি ট্রেন (চারটি বগি), দুটি পিকআপ, একটি ট্রাক, দুটি কাভার্ড ভ্যান, একটি বৌদ্ধমন্দির ও আটটি শিক্ষাপ্রতিষ্ঠান পুড়ে যায়।
এসব অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৩২টি ইউনিট ও ১৫১ জন সদস্য কাজ করেছে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।