হোম > সারা দেশ > খুলনা

থমথমে কুয়েট ক্যাম্পাস, ক্লাস বন্ধ

খুলনা প্রতিনিধি

থমথমে কুয়েট ক্যাম্পাস। ছবি: আজকের পত্রিকা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সংঘর্ষের পর আজ বুধবার দুপুর পর্যন্ত আর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে পুরো ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় আজ কোনো ক্লাস হয়নি। ক্যাম্পাসের গেটে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে গতকাল মঙ্গলবার দফায় দফায় সংঘর্ষের ঘটনার পর রাতে এক বিজ্ঞপ্তিতে ক্যাম্পাসে ছাত্ররাজনীতি পুরোপুরি নিষিদ্ধ, শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের শাস্তি এবং উপাচার্য, উপ-উপাচার্য ও ছাত্রকল্যাণ পরিচালকের পদত্যাগসহ পাঁচ দফা দাবি জানান সাধারণ শিক্ষার্থীরা। তাঁরা আজ বেলা ১টা পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বর্তমানে কুয়েট মেডিকেল সেন্টারের সামনে অবস্থান নিয়েছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা জেলা কমিটির মুখপাত্র মিরাজুল ইসলাম ইমন বলেন, ‘বিনা উসকানিতে ছাত্রদলের কর্মীরা ছাত্রদের রক্ত ঝরিয়েছে। ছাত্রদের দাবি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাবে।’

জানতে চাইলে খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়েছে। তবে আজ দুপুর পর্যন্ত থানায় মামলা হয়নি বলে তিনি জানিয়েছেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশের এডিসি (নর্থ) মো. নাজমুল হাসান রাজীব বলেন, সংঘর্ষের ঘটনায় গত রাতে পাঁচজনকে আটক করা হয়েছিল। তবে এখনো কোনো মামলা হয়নি। ক্যাম্পাসের গেটে পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি ভালো আছে।

এদিকে সংঘর্ষের সময় রামদা হাতে থাকা দৌলতপুর থানা যুবদলের সহসভাপতি মাহবুবুর রহমানকে দল থেকে বহিষ্কার করেছে দলের কেন্দ্রীয় কমিটি। আজ যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চাকসু ভিপির দিকে তেড়ে গেলেন ছাত্রদল সভাপতি

বিজয় দিবস পালন করতে হচ্ছে একাত্তরের ঘাতকদের বিরুদ্ধে সংগ্রামের অঙ্গীকার করে: প্রিন্স

পদ্মা সেতুতে এক বাসের পেছনে আরেক বাসের ধাক্কা, হেলপার নিহত

চবির বিবৃতিতে মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও শেরে বাংলা

পরিবেশ সৃষ্টি হলে নির্বাচনে যাব, পাতানো নির্বাচনে যাব না: কাদের সিদ্দিকী

মুক্তিযুদ্ধ নিয়ে যা বললেন জামায়াতের আমির হামজা

জুলাই রেবেলস সদস্যকে হত্যাচেষ্টা: প্রধান আসামি ঠোঁটকাটা আলতাফ গ্রেপ্তার

সংগীতশিল্পী ও আওয়ামী লীগ নেতা প্রলয় চাকী আটক

পটিয়ায় আওয়ামী লীগের বিজয় দিবস উদ্‌যাপন, ক্ষুব্ধ জুলাই গণ-অভ্যুত্থানকারীরা

রাজবাড়ীতে ভ্যানে ট্রাকের ধাক্কা, যুবক নিহত