হোম > সারা দেশ > বরগুনা

পাথরঘাটায় ডেঙ্গুতে আইস ফ্যাক্টরির শ্রমিকের মৃত্যু

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি 

সাইফুল মোল্লা। ফাইল ছবি

বরগুনার পাথরঘাটা পৌরসভায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সাইফুল মোল্লা (৩৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ইউনুস মোল্লার ছেলে এবং স্থানীয় একটি আইস ফ্যাক্টরিতে কাজ করতেন।

সাইফুলের স্বজন ও স্থানীয়দের ভাষ্য, কয়েক দিন ধরে তাঁর জ্বর ছিল। অসুস্থ অবস্থায়ও কাজ করছিলেন। দুই দিন আগে কর্মস্থলে হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। তাঁকে প্রথমে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে ডেঙ্গু শনাক্ত হলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৭ জুলাই) ভোর ৫টার দিকে তাঁর মৃত্যু হয়।

জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, চলতি মৌসুমে বরগুনা জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে। এখন পর্যন্ত জেলায় ৩ হাজার ৫২২ জন আক্রান্ত হয়েছে। সরকারি হিসাবে জেলায় ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ছয় হলেও, বিভিন্ন বেসরকারি উৎসের তথ্যে দেখা যায়, চলতি বছর এখন পর্যন্ত অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ছয়জন স্থানীয় সরকারি হাসপাতালে, বাকিরা ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে নেওয়ার পথে বা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বরগুনা জেনারেল হাসপাতালে গিয়ে দেখা গেছে, রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সেরা। সিঁড়ি, বারান্দা, এমনকি রিসেপশন কক্ষেও বিছানা পেতে চিকিৎসা দিতে হচ্ছে।

পাথরঘাটায় এখন পর্যন্ত ডেঙ্গুতে তিনজনের মৃত্যু হয়েছে।

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

বগুড়ায় খালেদা জিয়ার আসনে মনোনয়নপত্র তুললেন বিএনপি নেতা

নেত্রকোনায় দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ২২

শাহজাদপুরের হত্যা মামলায় যাবজ্জীবনপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

পানছড়ি সীমান্তে ১১টি ভারতীয় গরুসহ আটক ১

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ

ভোলায় আবাসিক হোটেলে যুবলীগ নেতার ঝুলন্ত লাশ

নীলফামারী-১ আসন: তুহিনের মনোনয়ন দাবি সমর্থকদের, আফেন্দীকে বর্জনের হুঁশিয়ারি

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে অবস্থান কর্মসূচিতে বসেছে ইনকিলাব মঞ্চ

ঠাকুরগাঁওয়ে মাজার ভাঙচুর করল দুর্বৃত্তরা, জড়িতদের বিচারের দাবি