হোম > সারা দেশ > পঞ্চগড়

পঞ্চগড়ে ৮০ হাজার জাল ডলার জব্দ, গ্রেপ্তার ৬

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে জাল ডলার দিয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ব্যক্তিরা। ছবি: সংগৃহীত

পঞ্চগড়ে ৮০ হাজার জাল ডলার জব্দ করা হয়েছে। এ সময় প্রতারক চক্রের সঙ্গে জড়িত অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলার গোলচত্বর এলাকায় সেনাবাহিনীর সদস্যরা এই অভিযান চালান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মরিচা গ্রামের মো. মোজাম্মেল হক (৫৫), শতগ্রাম এলাকার রমেশ চন্দ্র বর্মণ (৩৫), মো. সোহেল ইসলাম (৩৪), পঞ্চগড় সদর উপজেলার ইসলামবাগ এলাকার মো. হোসেন আলী বাবু (৩৬), দেবীগঞ্জ উপজেলার বাগদহ দিলালপাড়া গ্রামের মো. আনোয়ার হোসেন ডিপজল (৪২) ও মো. ইয়াসিন আলী (৩২)।

অভিযানে অংশ নেওয়া পঞ্চগড় সেনা ক্যাম্পের কমান্ডার মেজর মো. মেহেদী পিয়াস জয় বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সকালে অভিযান চালিয়ে জাল ডলার প্রতারক চক্রের ছয়জনকে গ্রেপ্তার করা হয়। একটি মাইক্রোবাস তল্লাশি করে প্রথমে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

মেহেদী পিয়াস জয় আরও বলেন, তাঁরা দীর্ঘদিন ধরে পঞ্চগড়সহ আশপাশের এলাকায় নকল ডলার বেচাকেনার মাধ্যমে প্রতারণ করে আসছিলেন। এমনকি তাঁরা পার্শ্ববর্তী দেশেও জাল ডলারের মাধ্যমে প্রতারণা করতেন। অভিযানে তাঁদের কাছ থেকে নকল ৮০ হাজার ইউএস ডলার জব্দ করা হয়েছে। তাঁদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। পুলিশ তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে।

‘সাংগঠনিক কমিটি ভেঙে দিলে, সেই কমিটির নেতৃত্বেই নির্বাচনী কমিটি গঠন করুন।’

দুয়ারেই বিষাক্ত ধোঁয়া দম বন্ধ পড়াশোনা

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ শফিকুল মারা গেছেন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

‘ইচ্ছাকৃত ঋণখেলাপি’ বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ না করতে ব্যাংকের চিঠি

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০