হোম > সারা দেশ

লকডাউন বাড়বে কি-না সিদ্ধান্ত হয়নি

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: করোনাভাইরাস মহামারির মধ্যে রোববারের পর লকডাউন আরো বাড়ানো হবে কি না, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি সরকার। শনিবার বিকালে বা রোববার এই সিদ্ধান্ত জানানো হবে।

মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব (মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখা) মো. রেজাউল ইসলাম আজ শনিবার দুপুরে আজকের পত্রিকাকে বলেন, লকডাউন নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। যদি লকডাউন বাড়ানো হয় তবে তা রোববার জানিয়ে দেওয়া হবে। আর নতুন করে লকডাউনের মেয়াদ না বাড়লে এ বিষয়ে কোনো প্রজ্ঞাপন জারি করা হবে না।

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে গত ৫ থেকে ১১ এপ্রিল লকডাউন ঘোষণা করে সরকার। এরপর ধাপে ধাপে মানুষের চলাচলে বিধিনিষেধ বা লকডাউনের মেয়াদ বাড়িয়ে ২৩ মে রোববার পর্যন্ত করা হয়।

নতুন করে লকডাউন বাড়ানো হবে কিনা এ নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন করোনা বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ শহিদুল্লাহ ।

আজকের পত্রিকাকে তিনি বলেন, বর্তমানে দেশব্যাপী লকডাউনের পরিবেশ নেই। যদি লকডাউন দিতেই হয় তাহলে সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় অঞ্চলভিত্তিক দেওয়া উচিত।

লকডাউন বাড়ানো নিয়ে পরামর্শক কমিটির কাছে পরামর্শ চাওয়া হয়নি জানিয়ে শহিদুল্লাহ বলেন, এ বিষয়ে মন্ত্রণালয় বলতে পারবে। তবে লকডাউন যদি না দেওয়া হয়, স্বাস্থ্যবিধি পালনে অধিক গুরুত্ব দিতে হবে।

অন্যবার লকডাউনের মেয়াদের শেষের দিকে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে ভার্চুয়াল সভায় নতুন করে লকডাউনের মেয়াদ বাড়ানো নিয়ে সিদ্ধান্ত হয়।

শনিবার এ ধরনের কোনো সভা হয়নি বলে মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা আজকের পত্রিকাকে জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, মন্ত্রিপরিষদ বিভাগ প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী লকডাউন নিয়ে সিদ্ধান্ত জানাবে। লকডাউন নিয়ে সিদ্ধান্ত শনিবার বিকালে জানিয়ে দেওয়া হতে পারে বলেও জানান তিনি।

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ১৫ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ

দৌলতপুরে মাদ্রাসাছাত্রী ধর্ষণের অভিযোগে ভ্যানচালক কারাগারে

সাজিদের মৃত্যুতে রাষ্ট্রের কাছে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

বাগেরহাটে জাপানপ্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন