হোম > সারা দেশ > দিনাজপুর

পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুশিক্ষার্থীর মৃত্যু

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি 

মৃত শিশুর স্বজনদের আহাজারি। ছবি: আজকের পত্রিকা

দিনাজপুরের পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসার দুই শিশুশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১৭ জুন) বেলা দেড়টার দিকে উপজেলা চত্বরের পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

মৃত শিশুরা হলো পৌর শহরের হুগলীপাড়া এলাকার মোশারফ হোসেনের মেয়ে মুশফিকা আক্তার মিম (৯) এবং একই এলাকার আতাউর রহমানের মেয়ে আছিয়া মোবাশ্বির (৮)। তারা দুজনই আনোয়ারুল হিফজুল কোরআন মাদ্রাসার শিক্ষার্থী।

ঘটনা নিশ্চিত করেছেন পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।

পারিবারিক সূত্রে জানা যায়, আজ সকালে মিম ও আছিয়া প্রতিদিনের মতো মাদ্রাসায় গিয়েছিল। দুপুর সাড়ে ১২টার দিকে মাদ্রাসা থেকে বাড়ি এসে প্রতিবেশী আরও দুই শিশুসহ চারজন মিলে উপজেলা পরিষদের ভেতরের পুকুরে গোসল করতে নামে। পরে তাদের প্রতিবেশী দুই শিশু বাড়ি ফিরে গেলেও মিম ও আছিয়া না ফেরায় স্বজনেরা তাঁদের খোঁজা শুরু করে। পরে স্থানীয় এবং পার্বতীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এদিকে খবর পেয়ে পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন ও পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থল পরিদর্শন করেন। ওসি বলেন, ‘উপজেলা পরিষদের পাশে শিশু দুটির বাড়ি। যতটুকু জানতে পেরেছি, তারা এখানে প্রায় সময় খেলতে আসে, আজকেও পুকুর পাড়ের সিঁড়িতে বসে খেলেছে। তারা সাঁতার না জানায় পানিতে ডুবে গেছে। মরদেহ সুরতহাল শেষে আবেদনের পরিপ্রেক্ষিতে পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে।’

পিটিয়ে হত্যা করা আইনজীবী নাঈম উবারে গাড়ি চালাতেন—জানালেন সহকর্মীরা

মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে পড়ল নাইক্ষ্যংছড়ি সীমান্তের বাড়িতে

মাদারীপুরে অতিথি পাখি হত্যা, যুবকের ৭ দিনের কারাদণ্ড

খালেদা জিয়ার মৃত্যুতে আইআইইউসির শোক

শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিলেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

চাঁদা চাইতে গিয়ে পিটুনির শিকার বিএনপির কর্মী

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

রাবি ক্যাম্পাসে শিক্ষকের গাড়ির ধাক্কায় পা ভাঙল ছাত্রীর

রাজশাহীতে কলার হাটে ট্রাক উল্টে মৃতের সংখ্যা বেড়ে ৫

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩