হোম > সারা দেশ

নদীর পাড়ে যুবকের ক্ষতবিক্ষত লাশ, অদূরে মিলল দা 

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নদীর পাড় থেকে এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর নাম মো. সোহেল রানা (২৫)। আজ শনিবার সকালে উপজেলার সরিষা ইউনিয়নের কুর্শিপাড়া এলাকায় কাঁচামাটিয়া নদীর পাড় থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। 

বিষয়টি নিশ্চিত করে আঠারবাড়ি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম আজকের পত্রিকাকে জানান, লাশ থেকে কিছুটা দূরে হত্যায় ব্যবহৃত একটি দা উদ্ধার করা হয়েছে। ওই যুবকের শরীরের দা দিয়ে কোপানোয় মারাত্মক জখমের চিহ্ন দেখা গেছে। এ ছাড়া নিহত যুবকের ব্যবহৃত মোবাইল ফোন ও একটি মানিব্যাগ আলামত হিসেবে পাওয়া যায়। 

সোহেল রানার পৌর এলাকার চাল বাজারে ফ্লেক্সিলোডের দোকান রয়েছে। তাঁর বাড়ি উপজেলার মাইজবাগ ইউনিয়নের কুমড়াশাসন গ্রামে। তিনি ওই এলাকার মৃত জসিম উদ্দিনের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বছর খানিক আগে সোহেলের সঙ্গে বিয়ে হয় পৌর এলাকার মো. আবু তাহেরের মেয়ে মোসা. মৌসুমি আক্তারের (২২)। বিয়ের পর থেকে বেশির ভাগ সময় শ্বশুর বাড়িতেই থাকতেন সোহেল। গতকাল সকালে শ্বশুর বাড়ি থেকে স্ত্রীকে বলে আসেন রাতে সেখানেই ফিরবেন। 

এসআই জাহাঙ্গীর আলম আজকের পত্রিকাকে জানান, নদীর পাড়ে অজ্ঞাতনামা যুবকের লাশ পড়ে আছে এমন খবরে তাঁরা দ্রুত সেখানে যান। পরে নিহতের চাচা সিদ্দিকুর রহমান লাশটি তাঁর ভাতিজার বলে শনাক্ত করেন। 

নিহতের স্ত্রী মোসা. মৌসুমি আক্তার জানান, তাঁর মা অসুস্থ থাকার কারণে এক মাস যাবৎ তিনি বাবার বাড়িতেই থাকেন। তাঁর স্বামী সোহেলেও প্রায় সময় তাঁদের সঙ্গে থাকতেন। শ্বশুরবাড়ি থেকে গতকাল সকালে দোকানে যাওয়ার আগে বলে যান রাতে সেখানেই ফিরবেন। 

কিন্তু গতকাল রাতে একটু আগে ঘুমিয়ে পড়ায় তিনি আর তাঁকে কল দেননি। সকালে উঠে ভেবেছেন নিজের বাড়িতেই আছেন সোহেল। বিষয়টি নিশ্চিত হতে সকালে তাঁর স্বামীর নম্বরে কল দিলে বেশ কয়েকবার রিং হলেও ফোন রিসিভ করেনি। 

মৌসুমি আক্তার বলেন, তাঁর জানামতে স্বামীর সঙ্গে কারও কোনো বিরোধ ছিল না। 

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাছিনুর রহমান। 

মোস্তাছিনুর রহমান বলেন, দুর্বৃত্তরা যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে লাশ নদীর পাড়ে ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মামলা রুজুর প্রক্রিয়া চলছে। এ ছাড়া অন্যান্য আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মুকসুদপুরে পাটের গুদামে অগ্নিকাণ্ড

প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা: বরগুনায় যুবলীগ নেতার স্ত্রী ডিভাইসসহ আটক

কামারখন্দে শিয়ালের কামড়ে বৃদ্ধার মৃত্যু

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

শ্রীপুরে ব্যাডমিন্টন খেলা নিয়ে ঝগড়া, ছেলেকে রক্ষা করতে গিয়ে প্রাণ গেল মায়ের

রাঙ্গুনিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার, মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ৩

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

শ্রীপুরে ভাঙারি ব্যবসার আড়ালে অস্ত্র ব্যবসা, যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার

আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা