ঢাকা: স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স পদের লিখিত পরীক্ষা আবারও স্থগিত করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ৯ মে রোববার এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
করোনা সংক্রমণরোধে সরকার ১৬ মে পর্যন্ত লকডাউন বাড়ানোয় পিএসসি এ সিদ্ধান্ত নিয়েছে। পরীক্ষার তারিখ পরে পিএসসির ওয়েবসাইট ও জাতীয় দৈনিকে প্রকাশ করা হবে। মঙ্গলবার বিকেলে পিএসসি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
গত বছরের ১ মার্চ ২ হাজার ৫০০ সিনিয়র স্টাফ নার্স নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। গত ২৮ জানুয়ারি এই পদের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২৮ ফেব্রুয়ারি এমসিকিউয়ের ফল প্রকাশ করে পিএসসি। এরপর গত ১০ এপ্রিল লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করে পিএসসি।
তবে করোনোভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় এ লিখিত পরীক্ষা স্থগিত হয়ে যায়। সেই পরীক্ষার পুনর্নির্ধারিত সূচি প্রকাশ করে পিএসসি। এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ ১৫ হাজার ২২৮ জন প্রার্থীর লিখিত পরীক্ষা আগামী ৯ মে রোববার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। করোনার কারণে আবারও এই পরীক্ষা স্থগিত করা হলো।