হোম > সারা দেশ > খুলনা

খুলনায় ছাত্রলীগ নেতা হত্যা মামলায় ২১ জনের যাবজ্জীবন

খুলনা প্রতিনিধি

খুলনার খালিশপুরে ছাত্রলীগ নেতা হাসিবুর রহমান নিয়াজ হত্যা মামলায় ২১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। 

আজ মঙ্গলবার খুলনার নারী ও শিশু নির্যাতন দমন আদালত-৩ এর বিচারক আ. ছালাম এ রায় ঘোষণা করেন। এ ছাড়া মামলায় ৫ জনকে বেকসুর খালাস প্রদান করেছেন আদালত। 

আদালতের সরকারি কৌঁসুলি রোমানা তানহা রায়ের সত্যতা নিশ্চিত করেছেন। 

কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন–সৈকত, মো. মেহেদী হাসান রাব্বি, অন্তু, মো. সাজ্জাত হোসেন, ইমদাদুল ইসলাম হৃদয়, মো. আরিফ ওরফে চোরা আরিফ, মো. মুন্না, রফিকুল হাসান শাওন ওরফে আতাং বাবু, মো. সাইফুল, মো. মোস্তাক আহমেদ, মিঠাই হৃদয়, মো. ফাহিম ওরফে কালা ফাহিম, রুবেল, মো. মিজানুর রহমান, সবুজ, মো. ফয়েজুর রহমান আরাফাত, আশিকুর রহমান মোল্লা, রাব্বি ওরফে নাটা রাব্বি, ইয়াসির রাব্বি ওরফে জুয়েল ওরফে নাটা জুয়েল, মো. সাকিব শেখ ও নাঈমুর রহমান ফাহিম। 

আর খালাসপ্রাপ্ত হলেন–মো. তুষার, রায়হান, রুনু হওলাদার, নাইম বাবু ওরফে পয়েন্ট বাবু, সালমান। 

মামলা সূত্রে জানা গেছে, ২০২০ সালের ১৯ আগস্ট রাতে এলাকায় মাদক বিক্রির প্রতিবাদ করায় কলেজছাত্র হাসিবুর রহমান নিয়াজকে (২২) ধারালো অস্ত্র দিয়ে খুন একদল সন্ত্রাসী। একই সময় যোবায়ের ও রানা নামে আরও দুজনকে কুপিয়ে জখম করা হয়। হত্যাকাণ্ডের একটি ভিডিও ভাইরাল হয়। 

পরে এ ঘটনায় নিহতের বাবা হাবিবুর রহমান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। চলতি বছরের ৭ মার্চ থেকে মামলাটির বিচার কার্যক্রম দ্রুত বিচার ট্রাইব্যুনালে শুরু হয়। কিন্তু নির্ধারিত সময়ে বিচার শেষ না হওয়ায় আদালত মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বদলি করেন। 

এর আগে ২০২০ সালের ২০ আগস্ট তদন্তকারী কর্মকর্তা এসআই মিজানুর রহমান ২৬ জনের নাম উল্লেখ করে আদালতে চার্জশিট দাখিল করেন। গত ২৪ ডিসেম্বর ওই একই আদালতে চার্জশিটের ওপর শুনানি শেষে তা আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। 

এদিকে রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন বাদী হাবিবুর রহমান। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ভেবেছিলাম সব আসামির ফাঁসি হবে। আমরা হাইকোর্টে আবেদন করব।’ 

আইনজীবী রোমানা তানহা বলেন, ‘হাসিবুর রহমান হত্যা মামলার দীর্ঘ বিচার কাজ শেষে আদালত রায় দিয়েছেন। রায়ে ৫ জন আসামি খালাস পেয়েছেন। বাকি আসামিদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন। কিন্তু আমরা এই রায়ে সন্তুষ্ট নয়। মামলার বাদীর সঙ্গে কথা বলে হাইকোর্টে আবেদন করব।’

হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

সুবর্ণচরে নদীভাঙন: ২ বছরে ভিটেমাটি হারা চার হাজার পরিবার

হাদি সিঙ্গাপুরে, হামলার নেপথ্যের ব্যক্তিরা অজানা

চট্টগ্রামের ফটিকছড়ি: পাহাড়-টিলা সাবাড়, ভরাট হচ্ছে পুকুর

শরীয়তপুরের ৩ আসন: আওয়ামী লীগের ঘাঁটি দখলে মরিয়া বিএনপি-জামায়াত

কক্সবাজারের চকরিয়া: মাতামুহুরীতে বেড়া দিয়ে মাছ চাষ বিএনপি নেতার

সেলিম ওসমানকে গ্রেপ্তারে অভিযান চালিয়েছে পুলিশ

রাজধানীর দক্ষিণখানে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

নেত্রকোনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

নরসিংদীতে অবৈধ ব্যাটারি কারখানার বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ বিচ্ছিন্ন