হোম > সারা দেশ > খুলনা

যশোরের বীর মুক্তিযোদ্ধা অশোক রায় আর নেই

­যশোর প্রতিনিধি

বীর মুক্তিযোদ্ধা অশোক কুমার রায়। ছবি: সংগৃহীত

যশোরের প্রবীণ রাজনীতিক বীর মুক্তিযোদ্ধা অশোক কুমার রায় আর নেই। গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।

আজ শনিবার (২০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শহরের বেজপাড়া সুধীর বাবুর কাঠগোলার সামনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসাইনের নেতৃত্বে পুলিশের একটি দল বীর মুক্তিযোদ্ধার মরদেহের প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করে।

পরে অশোক কুমার রায়ের কফিনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এরপর অশোক কুমার রায়ের মরদেহ নেওয়া হয় নীলগঞ্জ মহাশ্মশানে। সেখানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১২টার দিকে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে বেজপাড়ার নিজ বাসভবনে শেষনিশ্বাস ত্যাগ করেন অশোক কুমার রায়। তিনি জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক ছিলেন। ছাত্রজীবন থেকেই অশোক রায় রাজনীতির সঙ্গে যুক্ত হন। শুধু রাজনীতিতেই নয়, শিল্প ও সাহিত্য চর্চায় ছিলেন তিনি নিবেদিত ছিলেন।

বীর মুক্তিযোদ্ধার পরিবার সূত্রে আরও জানা গেছে, ব্যক্তিজীবনে বিনয়ী এবং সবার সঙ্গে সুসম্পর্ক ছিল অশোক রায়ের। তিনি যশোর উদীচী, চাঁদের হাটসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনে যুক্ত ছিলেন। তাঁর মৃত্যু সংবাদ পেয়ে জেলা জাসদের নেতারা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতারা তাঁর বাসায় ছুটে যান।

সবজি গ্রামে শীতকালীন চাষে ব্যস্ত গোপালগঞ্জের কৃষকেরা

২৮ ডিসেম্বর মনোনয়ন জমা দেব: অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান

ধলেশ্বরী নদীতে ফেরি থেকে ট্রাকসহ ৫ যান নদীতে, নিহত ৩

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

হাসন রাজার ১৭১তম জন্মদিন আজ

বাগেরহাটের চিতলমারী: অবৈধ বালু উত্তোলনে বিলীন হচ্ছে ফসলি জমি ও রাস্তাঘাট

পটুয়াখালীর দুমকী: পানির স্তর নেমে গেছে তীব্র সংকটে মানুষ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

কুষ্টিয়ার দৌলতপুর: গ্রাম আদালতে অতিরিক্ত ফি

সাত খুনের চারটিই ক্লুলেস