হোম > সারা দেশ > বরিশাল

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য তৌফিক আলম

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

অধ্যাপক তৌফিক আলম। ছবি: সংগৃহীত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য ড. শুচিতা শরমিনকে অপসারণ করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব এ এস এম কাসেম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে আজ মঙ্গলবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

অপর এক আদেশে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক তৌফিক আলমকে উপাচার্য হিসেবে অন্তর্বর্তী সময়ের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। এ ঘটনায় আন্দোলনরত শিক্ষার্থীরা উচ্ছ্বাসে ফেটে পড়েন।

একই দিনে অপর এক প্রজ্ঞাপনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপ-উপাচার্য ড. গোলাম রব্বানীকেও অপসারণ করা হয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মো. মামুন অর রশিদকেও সরিয়ে দেওয়া হয়েছে।

উপ-উপাচার্য ড. গোলাম রব্বানী উপাচার্যসহ তিনজনকে সরিয়ে দেওয়ার কথা স্বীকার করে বলেন, তিনি মঙ্গলবারই বরিশাল ছেড়ে যাচ্ছেন। এদিকে আন্দোলনের নেতৃত্ব দেওয়া ববির ছাত্র মোশাররফ হোসেন ও রাকিন খান বলেন, ‘বিশ্ববিদ্যালয় কলঙ্কমুক্ত হলো। আমাদের এ বিজয়ে সবাইকে শুভেচ্ছা।’

এর আগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য ড. শুচিতা শরমিনের অপসারণ দাবির চূড়ান্ত কর্মসূচিতে শিক্ষার্থীরা মঙ্গলবার বিকেলে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন। তাঁরা এ কর্মসূচিকে ‘দক্ষিণাঞ্চল অচল’ নামে আখ্যায়িত করেছেন। উপাচার্যকে পদত্যাগে মঙ্গলবার পর্যন্ত আলটিমেটাম দেওয়া হয়েছিল।

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাড়কাঁপানো শীতে চা-শ্রমিকদের দুর্ভোগ, পরনে নেই গরম কাপড়

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

সাবেক প্রতিমন্ত্রী বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তাঁর স্ত্রী

পটুয়াখালী-৩ আসনে নুর ও হাসান মামুনের মনোনয়নপত্র দাখিল

গণঅধিকার পরিষদ কোনো দলের সঙ্গে বিলীন হয়নি: নুর

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

ভোর থেকে বিকেল পর্যন্ত উঠানে পড়ে রইল লাশ, সম্পত্তি নিয়ে ছেলেমেয়েদের ঝগড়া