হোম > সারা দেশ > খুলনা

বাংলাদেশের ইতিহাসে ওয়ান অব দ্য বেস্ট ইলেকশন হবে: প্রেস সচিব

খুলনা প্রতিনিধি

খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ বিকেলে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেছেন, ‘ছাত্র-জনতার অভ্যুত্থানের মূল লক্ষ্যই ছিল বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনা। আমরা চাই, বাংলাদেশে সত্যিকার গণতান্ত্রিক ট্রানজিশন হোক। জনগণের ম্যান্ডেটে যারাই ভোটে জিতবে, তারাই ক্ষমতা গ্রহণ করবে। অন্তর্বর্তী সরকারের সর্বোচ্চ চেষ্টা থাকবে জনগণকে যাতে আমাদের ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন উপহার দেওয়া যায়। আগামী জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে ওয়ান অব দ্য বেস্ট ইলেকশন হবে। শান্তিপূর্ণ পরিবেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অনন্য নজির হবে এটি, যেখানে ভোটাররা আনন্দচিত্তে ও উৎসবের সঙ্গে ভোট দিতে পারবেন।’

আজ শনিবার বিকেলে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে প্রেস সচিব এসব কথা বলেন।

প্রেস সচিব বলেন, ‘অন্তর্বর্তী সরকারের খুলনার দিকে যথেষ্ট দৃষ্টি রয়েছে। আমরা আশা করি, খুলনা দেশের তৃতীয় বৃহত্তম শহর হিসেবে বিকশিত হবে। কিন্তু গত দশকে খুলনা শহরের জনসংখ্যা বৃদ্ধি দেশের অন্য শহরগুলোর চেয়ে কম। এর পেছনে পাটশিল্পের খারাপ অবস্থা ও হিমায়িত মৎস্য রপ্তানি খাতের প্রবৃদ্ধি কম হওয়া কিছুটা দায়ী বলে মনে করা হয়। রাষ্ট্রীয় মালিকানাধীন বন্ধ থাকা জুট মিলগুলো পাবলিক-প্রাইভেট জয়েন্ট ভেঞ্চারে চালুর বিষয়ে সরকারের সংশ্লিষ্ট সেক্টরগুলো ভাবছে।’

শফিকুল আলম বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাতে ক্ষতিগ্রস্ত খুলনার উপকূলীয় মানুষের জীবনমান উন্নয়ন ও উপকূলে সুপেয় পানি আরও সহজলভ্য করতে সরকার আরও উদ্যোগী হবে। খুলনার বিকাশ বহুলাংশে মোংলা বন্দরের বিকাশের ওপর নির্ভর করে। এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানির প্রবৃদ্ধি হলে খুলনা শহরকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্য বাড়বে। মোংলা বন্দরের পাশে চীনের বিনিয়োগকারীদের জন্য ইকোনমিক জোন করে দেওয়ার জন্য বিডা কর্তৃপক্ষ কাজ করছে।

প্রেস সচিব আরও বলেন, ‘বর্তমানে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে, আমরা এ সমস্যার আশু সমাধান প্রত্যাশা করি। কুয়েটে খুব শিগগির উপাচার্য নিয়োগ দেওয়া হবে বলে শিক্ষা উপদেষ্টার সূত্রে জানা গেছে।’

মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মণ্ডল, প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হকসহ গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল

বগুড়ায় খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা, স্বাক্ষরের স্থলে আঙুলের ছাপ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেন রুমিন ফারহানা

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

৫টি সাজাসহ ২৩টি ওয়ারেন্টে সাবেক যুবদল নেতা গ্রেপ্তার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রিকশায় চড়ে ডিসি অফিসে মির্জা ফখরুল, জমা দিলেন মনোনয়নপত্র