হোম > সারা দেশ > বরিশাল

বিদ্যমান আইন শেখ হাসিনাকে স্বৈরাচার করেছে: বদিউল আলম

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে সুজনের প্রতিনিধিদের সঙ্গে সংলাপে বদিউল আলম মজুমদার। ছবি: আজকের পত্রিকা

দেশে বিদ্যমান নিয়ম-পদ্ধতি, প্রতিষ্ঠান আইনকানুন শেখ হাসিনাকে স্বৈরাচারে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ও ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার।

সুজন সম্পাদক বলেন,শেখ হাসিনা ২০০৮ সালে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছিলেন। কিন্তু তখন স্বৈরাচারীব্যবস্থা আমাদের দেশে বিরাজমান ছিল। বিদ্যমান, নিয়ম-পদ্ধতি, প্রতিষ্ঠান, আইনকানুন শেখ হাসিনাকে স্বৈরাচারে পরিণত করেছে।

এখন অন্তর্বর্তী সরকারের একটা দায়িত্ব হলো সুষ্ঠু নির্বাচন করা। একই সঙ্গে যেসব নিয়মনীতি, প্রতিষ্ঠান শেখ হাসিনাকে স্বৈরাচার করেছে, সেগুলো সংস্কার করা। গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার স্বৈরাচারী সরকারের পতনে রাষ্ট্র কাঠামো সংস্কারের বড় সুযোগ হয়েছে।

আজ শনিবার বরিশাল নগরীর একটি ক্লাব মিলনায়তনে বিভাগের জেলা ও উপজেলা সুজনের প্রতিনিধিদের সঙ্গে সংলাপে তিনি এসব কথা বলেন।

বদিউল আলম মজুমদার বলেন, ‘ঐকমত্য পরিষদ সংস্কারের যে সুপারিশগুলো করছে আশা করি, সেটি একটি জাতীয় সনদে পরিণত হবে। সব রাজনৈতিক দল সেগুলো মেনে চলবে। একই বিষয়ে জনগণের মতামত নেওয়া হচ্ছে। সেগুলো ঐকমত্য কমিশনে পেশ করা হবে। এতে জাতীয় সনদে নাগরিকদের মতামত প্রতিফলিত হবে। এর ভিত্তিতে নির্বাচন হলে দেশ টেকসই গণতন্ত্রে উত্তরণ হবে।’

লঞ্চ দুর্ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: নৌপরিবহন উপদেষ্টা

গ্রাম্য বিরোধে প্রতিপক্ষের হামলায় একজন নিহত, বাড়িঘর ভাঙচুর

লঞ্চ দুর্ঘটনা: তারেক রহমানের গণসংবর্ধনা থেকে ফিরছিলেন যাত্রীরা

মেঘনায় দুর্ঘটনা: ঝালকাঠিতে অ্যাডভেঞ্চার–৯ লঞ্চ জব্দ, আটক ৪

সখীপুরে নিখোঁজের ৭ ঘণ্টা পর বন থেকে উদ্ধার শিশুটি মারা গেছে

দুমকীতে অটো-টমটম সংঘর্ষে নিহত ২, আহত ২

দৌলতপুর সীমান্তে ভারতীয় নাগরিক পুশ ইনের চেষ্টা: ব্যর্থ হয়ে ১৪ জনকে ফেরত নিল বিএসএফ

সিরাজগঞ্জে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ২

চুয়াডাঙ্গায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ, হাড়কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত

ঘন কুয়াশায় মেঘনায় যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষে নিহত ৪, আহত অন্তত ১৫