হোম > সারা দেশ > ময়মনসিংহ

চেয়ারম্যান প্রার্থীর লিফলেট বিতরণ করতে গিয়ে কিশোর খুন

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইলে নির্বাচনী লিফলেট বিতরণের সময় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. মুরাদ ভূঁইয়া (১৭) নামে এক কিশোর খুন হয়েছে। আজ শুক্রবার রাত ৯টার দিকে সরকারি চন্ডিপাশা উচ্চ বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে। 

মো. মুরাদ নান্দাইল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাকচর মহল্লার তফাজ্জল হোসেন ভূঁইয়ার ছেলে। 

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘তাৎক্ষণিক এঘটনার কারণ জানা যায়নি।’ 

পারিবারিক সূত্রে জানা গেছে, নান্দাইল উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হক ভূঁইয়ার নির্বাচনী লিফলেট বিতরণ করতে যান মুরাদ ভূঁইয়াসহ কয়েক কিশোর। 

রাতে চন্ডিপাশা বর্মণ পাড়ায় লিফলেট বিতরণ করে আসার পথে সরকারি চন্ডিপাশা উচ্চ বিদ্যালয়ের মাঠে দুর্বৃত্তরা পথরোধ করে ছুরিকাঘাত করে করে পালিয়ে যায়। এতে মো. মুরাদ ভূঁইয়া মাটিতে লুটিয়ে পড়ে। 

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মুরাদ ভূঁইয়াকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজে (মমেক) হাসপাতালে নেওয়ার পথে মারা যান। 

এ ঘটনাকে কেন্দ্র নান্দাইলে থমথমে অবস্থা বিরাজ করছে। তবে কি কারণে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে তা তাৎক্ষণিক জানা যায়নি।

স্থলবন্দর প্রকল্প: রামগড়ে তিন পাহাড় কেটে বন্দরের জমি ভরাট

ভোলায় বিএনপি-জামায়াত কর্মীদের মধ্যে ফের সংঘর্ষ, আহত ১২

ভালুকায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

হত্যা মামলায় সুব্রত বাইনের মেয়ে কারাগারে

চবির উপ-উপাচার্যের বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করা হয়েছে, দাবি ১০১ শিক্ষকের

নিখোঁজের ২৪ দিন পর ড্রেনে মিলল মাদ্রাসাছাত্র আবদুল্লাহর মরদেহ

কক্সবাজারে পার্কিংয়ে থাকা বাসে আগুন

মুজিব বাহিনীর গণহত্যার প্রতিক্রিয়া ২৫ মার্চে পাকিস্তানি বাহিনীর ক্র্যাকডাউন: জামায়াত নেতা