হোম > সারা দেশ

পল্লিবিদ্যুতের খুঁটিতে ইন্টারনেটের তারে ঝলসে গেছে যুবক

প্রতিনিধি, (সিরাজদীখান) মুন্সীগঞ্জ  

মুন্সীগঞ্জের সিরাজদীখানে পল্লিবিদ্যুৎ লাইনের খুঁটিতে ইন্টারনেটের তার টানতে গিয়ে ঝলসে গেছে শুভ দাস (২২) মানে এক যুবক। সে ১১ হাজার ভোল্টেজের তারে পুড়ে গুরুতর আহত হয়েছেন।  

আজ বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার মালখানগর কলেজ রোডে এ ঘটনাটি ঘটে। সে উপজেলার ফুরশাইল গ্রামের দ্বীনেশ দাসের ছেলে। সে তালতলা বাজার স্কাইনেট নামের একটি প্রতিষ্ঠানের লাইনম্যান হিসেবে কাজ করতেন। 

এলাকাবাসী মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে ঢাকা মেডিকেলে রেফার করে। তার অবস্থা আশঙ্কজনক।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুভ ৩৩ কেভি লাইনের কমপক্ষে ২০ ফুট উচ্চতায় খুঁটির উপর উঠে ইন্টারনেটের লাইনে কাজ করছিলেন। সেখানে ১১ কেভির একটি লাইন তার কোমড়ে লেগে যায়। সাথে সাথে তার ও পরনের কাপড় ও শরীরের বেশির ভাগ অংশ পুড়ে যায়। সাথে সাথেই বিদ্যুৎ অফিসে ফোন দিয়ে লাইন বন্ধ করা হয়। এরপর কয়েকজন মিলে তাঁকে নিচে নামিয়ে হাসপাতালে পাঠানো হয়।    

উপজেলা পল্লিবিদ্যুৎ সমিতি ডিজিএম খন্দকার মাহমুদুল হাসান এবিষয়ে বলেন, ‘খবর পেয়ে লোক পাঠিয়েছি। আমাদের না জানিয়ে তারা ইন্টারনেটের তার টানছিলো। আমাদের খুঁটিতে তার টানার কোন অনুমতি নেই। তবুও তারা ইন্টারনেট সেবা ঠিক রাখতে বিদ্যুতের পুল ব্যবহার করে। যা একদমই ঠিক না। এতে আরও বড়বড়  দুর্ঘটনা ঘটতে পারে’।  

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

শাকসু নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার

বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

কুমিল্লায় নিজ গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় চিরশায়িত হলেন র‍্যাব কর্মকর্তা মোতালেব

পদ্মা সেতুর দায় পরিশোধ করতে গিয়ে চালের দাম ২০ টাকা বেড়ে গেছে: বাণিজ্য উপদেষ্টা

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

প্রশাসনের অভিযানে ১০ নৌকা কেটে ধ্বংস

সড়কে গাড়িতে অতিরিক্ত ওজন পরিবহন করায় রাস্তা নষ্ট, ২ লাখ টাকা জরিমানা

পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই নারীর