হোম > সারা দেশ

পল্লিবিদ্যুতের খুঁটিতে ইন্টারনেটের তারে ঝলসে গেছে যুবক

প্রতিনিধি, (সিরাজদীখান) মুন্সীগঞ্জ  

মুন্সীগঞ্জের সিরাজদীখানে পল্লিবিদ্যুৎ লাইনের খুঁটিতে ইন্টারনেটের তার টানতে গিয়ে ঝলসে গেছে শুভ দাস (২২) মানে এক যুবক। সে ১১ হাজার ভোল্টেজের তারে পুড়ে গুরুতর আহত হয়েছেন।  

আজ বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার মালখানগর কলেজ রোডে এ ঘটনাটি ঘটে। সে উপজেলার ফুরশাইল গ্রামের দ্বীনেশ দাসের ছেলে। সে তালতলা বাজার স্কাইনেট নামের একটি প্রতিষ্ঠানের লাইনম্যান হিসেবে কাজ করতেন। 

এলাকাবাসী মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে ঢাকা মেডিকেলে রেফার করে। তার অবস্থা আশঙ্কজনক।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুভ ৩৩ কেভি লাইনের কমপক্ষে ২০ ফুট উচ্চতায় খুঁটির উপর উঠে ইন্টারনেটের লাইনে কাজ করছিলেন। সেখানে ১১ কেভির একটি লাইন তার কোমড়ে লেগে যায়। সাথে সাথে তার ও পরনের কাপড় ও শরীরের বেশির ভাগ অংশ পুড়ে যায়। সাথে সাথেই বিদ্যুৎ অফিসে ফোন দিয়ে লাইন বন্ধ করা হয়। এরপর কয়েকজন মিলে তাঁকে নিচে নামিয়ে হাসপাতালে পাঠানো হয়।    

উপজেলা পল্লিবিদ্যুৎ সমিতি ডিজিএম খন্দকার মাহমুদুল হাসান এবিষয়ে বলেন, ‘খবর পেয়ে লোক পাঠিয়েছি। আমাদের না জানিয়ে তারা ইন্টারনেটের তার টানছিলো। আমাদের খুঁটিতে তার টানার কোন অনুমতি নেই। তবুও তারা ইন্টারনেট সেবা ঠিক রাখতে বিদ্যুতের পুল ব্যবহার করে। যা একদমই ঠিক না। এতে আরও বড়বড়  দুর্ঘটনা ঘটতে পারে’।  

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১

নোয়াখালীতে পিকআপের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

নোয়াখালীতে ৬২ মণ জাটকা জব্দ, আটক ৬ জনকে জরিমানা

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৫

মনিরামপুরে গাছে ঝুলন্ত কৃষকের মরদেহ, স্বজনদের অভিযোগ পরিকল্পিত হত্যা

বর্ষার দুর্ভোগ কাটাল সামিরা দুরহাট ছড়ার টেকসই ভেলা

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

নদীতীরের জীর্ণ ঘরে আলেয়া বেগমের একাকী সংগ্রাম

বিনা মূল্যের প্রশিক্ষণেও টাকা নেওয়ার অভিযোগ

দুর্গাপুরে গার্ডার সেতু নির্মাণ: দুই বছর আগে মেয়াদ শেষ, হয়েছে শুধু খুঁটি