হোম > সারা দেশ > খুলনা

কয়রায় ভাবিকে মারধর থেকে বাঁচাতে গিয়ে ছোট ভাইকে হত্যার অভিযোগ

খুলনা প্রতিনিধি

প্রতীকী ছবি

খুলনার কয়রায় ভাবিকে মারধরের হাত থেকে রক্ষা করতে গিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত হয়েছেন অভিযোগ উঠেছে। আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে উপজেলার বাগালি ইউনিয়নের উলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাহেব আলী গাজী (৪০) ওই গ্রামের মৃত দ্বারা গাজীর ছেলে।

এ ঘটনায় পুলিশ বড় ভাই শহিদুল ইসলামকে আটক করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমদাদুল হক।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শহিদুল ইসলাম তাঁর স্ত্রীকে মারধর করে একপর্যায়ে দড়ি দিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে দেন। স্ত্রীর চিৎকারে পাশের বাড়ি থেকে ছোট ভাই সাহেব আলী ছুটে গিয়ে ভাবিকে উদ্ধারের চেষ্টা করেন। এ সময় শহিদুল হাতে থাকা শাবল দিয়ে সাহেব আলীকে আঘাত করলে তিনি মাটিতে পড়ে অচেতন হয়ে যান। পরে শহিদুল বঁটি দিয়ে সাহেব আলীর গলা কেটে দেন বলে অভিযোগ করেন প্রত্যক্ষদর্শীরা।

ঘটনার পর শহিদুলের স্ত্রী চিৎকার করতে করতে বাইরে দৌড় দেন। তাঁর চিৎকারে স্থানীয়রা ছুটে এসে শহিদুলকে পালানোর সময় ধরে ফেলেন এবং পুলিশে সোপর্দ করেন।

ওসি ইমদাদুল হক বলেন, ঘটনার পরপরই শহিদুলকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। প্রাথমিকভাবে জানা গেছে, ভাবিকে মারধরের সময় ছোট ভাই বাধা দিতে গেলে এ ঘটনা ঘটে। তবে অন্য কোনো কারণ আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

শিক্ষক ও জনবলসংকটে ধুঁকছে বান্দরবান নার্সিং কলেজ

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা

ঈশ্বরদীতে ভাড়া বাসা থেকে ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

হাদি হত্যার বিচার দাবিতে পঞ্চগড়ে সড়ক অবরোধ, সংঘর্ষে আহত ২৬