হোম > সারা দেশ > নেত্রকোণা

দুর্গাপুরে বাল্যবিবাহ, মাদককে লাল কার্ড দেখাল শিক্ষার্থীরা

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি 

দুর্গাপুরে বাল্যবিবাহ ও মাদকের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন করেছে শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

নেত্রকোনার দুর্গাপুরে বাল্যবিবাহ ও মাদকের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন করেছে আগাড় অনির্বাণ শিক্ষানিকেতনের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বিকেলে বিদ্যালয়টিতে এসবি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে এ লাল কার্ড প্রদর্শনী হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি সৈকত সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাভিদ রেজওয়ানুল কবীর। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার তানজিরুল ইসলাম রায়হান, উপজেলা একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিন।

এ ছাড়াও বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, সাংবাদিক ও সুশীল সমাজের নেতারা উপস্থিত ছিলেন।

ইউএনও বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তোমরাই বড় হয়ে একদিন দেশের নেতৃত্ব দেবে। দেশ ও সমাজকে ভালো রাখতে হলে জঙ্গিবাদ, মাদক, ইভ টিজিং, বাল্যবিবাহ এবং দুর্নীতিকে না বলে সর্বদা লাল কার্ড প্রদর্শন করে যাবে। সত্যবাদিতা, দেশপ্রেম ও মানবতাকে সবুজ কার্ড প্রদর্শন করে শপথ নিতে হবে। নিয়মিত পড়াশোনা করে, নিজকে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে, সব সময় সত্য কথা বলবে, মাদক সেবনে না করবে।

অনুষ্ঠানে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ করার শপথ নিয়ে শিক্ষার্থীরা এসব বিষয়কে লাল কার্ড দেখায়।

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

‘সাংগঠনিক কমিটি ভেঙে দিলে, সেই কমিটির নেতৃত্বেই নির্বাচনী কমিটি গঠন করুন।’

দুয়ারেই বিষাক্ত ধোঁয়া দম বন্ধ পড়াশোনা

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ শফিকুল মারা গেছেন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

‘ইচ্ছাকৃত ঋণখেলাপি’ বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ না করতে ব্যাংকের চিঠি