হোম > সারা দেশ > নোয়াখালী

হাসপাতাল থেকে অন্যের বাচ্চা নিয়ে উধাও নারী

নোয়াখালী প্রতিনিধি

অপরিচিত নারীর বাচ্চা নিয়ে চলে যাওয়ার সিসি ক্যামেরার ছবি। ছবি: আজকের পত্রিকা

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি ছেলে বাচ্চা চুরি হয়েছে। চুরি হওয়া ওই বাচ্চার নাম আব্দুর রহমান। বয়স ২ মাস ৭ দিন। আজ শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা জান্নাতুল ফেরদৌস বেগমগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। তার বাবা ঢাকায় একটি ব্যাগের দোকানে চাকরি করেন।

জানা গেছে, মীর ওয়ারিশপুর ইউনিয়নের জান্নাতুল ফেরদৌস (১৯) নামের এক নারী তাঁর ২ মাস ৭ দিনের বাচ্চাকে ডাক্তার দেখানো জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সন্তানকে ডাক্তার দেখিয়ে নিজের চোখের ডাক্তার দেখানোর জন্য লাইনে দাঁড়ালে অপরিচিত ওই নারী জান্নাতুল ফেরদৌসের কাছে থেকে বাচ্চাটি কোলে নিয়ে তাঁকে টিকিট কাটার জন্য বলেন।

এরপর জান্নাতুল সরলমনে তাঁর শিশুসন্তানকে ওই মহিলার কোলে দিয়ে টিকিট কাটার জন্য সিরিয়ালে দাঁড়ান। টিকিট কাটা শেষে জান্নাতুল যথাস্থানে এসে অপরিচিত মহিলাসহ তাঁর শিশুসন্তানকে না দেখতে পেয়ে আশপাশে খোঁজাখুঁজি করেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষকে জানালে তারা বিষয়টি পুলিশকে অবগত করে।

এদিকে হাসপাতালের সিসি ক্যামেরা ফুটেজে দেখা গেছে, বোরকা পরা ওই নারীর সঙ্গে ৬-৭ বছরের একটি মেয়ে শিশু রয়েছে। তিনি শিশু আব্দুর রহমানকে নিয়ে হাসপাতাল থেকে দ্রুত বের হয়ে যাচ্ছেন। হাসপাতালের প্রধান গেট পার হয়ে মূল সড়কে গিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশায় উঠে চলে যান। অটোরিকশাটি ওই মহিলাকে নিয়ে পশ্চিম দিকে (চৌমুহনী চৌরাস্তা) চলে যায়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অসীম কুমার আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা হাসপাতালে থাকা সিসি ক্যামেরা ফুটেজগুলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সরবরাহ করেছি। শিশুটিকে উদ্ধার করতে যতটুকু সহযোগিতা করা দরকার আমাদের পক্ষ থেকে তা করা হবে।’

এ বিষয়ের বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান আজকের পত্রিকাকে বলেন, ওই নারীর অভিযোগের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে গিয়ে সিসি ক্যামেরা ফুটেজগুলো পর্যালোচনা করছি। তবে এখনো পর্যন্ত ভিকটিমকে খুঁজে পাওয়া যায়নি। তল্লাশি কার্যক্রম চলমান আছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

হাদিকে গুলি: আসামি গ্রেপ্তারের আশা ছেড়ে দিয়েছে পুলিশ

অবৈধ ৫ সার কারখানা বর্জ্যে বিপাকে স্থানীয়রা

বাজারের নামে ফুটপাত ভাড়া বিএনপি নেতার

চুয়াডাঙ্গার দুই আসন: একটিতে লড়াইয়ের আভাস, অন্যটিতে এগিয়ে বিএনপি

অফিস দখল নিয়ে জুলাই রেভেলসের দুজনকে জখম

সরকারি সার অবৈধভাবে বিক্রি, চুয়াডাঙ্গায় ডিলারকে জরিমানা

বরিশালে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ

হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের স্ত্রীসহ আরও তিনজন গ্রেপ্তার

ওসমান হাদির শারীরিক অবস্থার উন্নতি নেই

সুদান হামলা: সন্তান ভূমিষ্ঠের আগেই পৃথিবী ছেড়ে যেতে হলো শান্তিরক্ষী শান্তকে