হোম > সারা দেশ

যুবদল নেতার প্রকাশ্যে অস্ত্রের মহড়া ও চাঁদাবাজির ঘটনায় মামলা, গ্রেপ্তার ৪

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

শ্রীপুরে মাইকে ঘোষণা দিয়ে যুবদল নেতার চাঁদাবাজি। ছবি: ভিডিও থেকে নেওয়া

গাজীপুরের শ্রীপুরে মাথায় লাল কাপড় বেঁধে, হাতে রামদা নিয়ে উপজেলা যুবদল নেতা জাহাঙ্গীর আলম পিন্টুর (৩৫) প্রকাশ্যে মহড়া ও চাঁদা চাওয়ার ঘটনায় মামলা হয়েছে। গতকাল শনিবারের ওই ঘটনায় মামলা হওয়ার পর রাতভর অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আজ রোববার (২৩ ফেব্রুয়ারি) সকালে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন মণ্ডল আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গতকালের ঘটনায় রাতে এমসি বাজারের ব্যবসায়ী হজরত আলী বাদী হয়ে থানায় মামলা করেছেন। এর মধ্যে পাঁচজন এজাহারভুক্ত এবং অজ্ঞাতপরিচয় ২০-২৫ জনকে আসামি করা হয়েছে। ইতিমধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় একজনের কাছ থেকে একটি রামদা উদ্ধার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার মুলাইদ মধ্যপাড়া গ্রামের মৃত দুলাল উদ্দিনের ছেলে হাসেম (৩৯), আইনুদ্দিনের ছেলে আসাদুল ইসলাম (২৪), মৃত ছমির উদ্দিনের ছেলে সুমন মিয়া (২৮) এবং টেপিরবাড়ি গ্রামের দেওচালা এলাকার মো. মাইজ উদ্দিনের ছেলে হৃদয় হাসান রাকিব (২৬)।

উল্লেখ্য, উপজেলা যুবদলের সদস্য জাহাঙ্গীর আলম পিন্টু দলবল নিয়ে গতকাল বিকেলে উপজেলার তেলিহাটি ইউনিয়নের এমসি বাজার এলাকার স্বপ্নপুরী হোটেলের সামনে হ্যান্ড মাইকে চাঁদাবাজির ঘোষণা দেন। প্রকাশ্যে চাঁদা চাওয়ার এমন ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ার পরপরই দল থেকে তাঁকে বহিষ্কার করা হয়। অভিযুক্ত যুবদল নেতা পিন্টু উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের নূরু ব্যাপারীর ছেলে।

বিএনপির অধিকাংশ প্রার্থী কোটিপতি

স্বর্ণালংকার বেশি পুরুষ প্রার্থীর, মামলা বেশি নারী প্রার্থীর

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

জয়পুরহাটের হাস্কিং মিল: সরকারি চুক্তিতে অচল মিল সচল

বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

বিএনপি নেতার অশালীন আচরণ, জমিয়ত সভাপতি মাওলানা ফারুককে শোকজ

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব