হোম > সারা দেশ

করোনায় বাংলাদেশ বিমান বাহিনীর মানবিক সহায়তা অব্যাহত

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: করোনা মহামারি চলাকালীন মানবিক দায়িত্ববোধের অংশ হিসেবে ত্রাণ বিতরণ, বিনামূল্যে চিকিৎসাসেবা, অসামরিক সদস্যদের কোভিড-১৯ ভ্যাকসিন প্রদানসহ বিভিন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে। বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের দিক নির্দেশনায় বিভিন্ন ঘাঁটি এ কার্যক্রম চালাচ্ছে।

আজ বুধবার আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানা যায়, পবিত্র রমজান মাস উপলক্ষে বুধবার বিমানবাহিনী ঘাঁটি বাশার থেকে বিভিন্ন মাদ্রাসার ২৫০জন এতিম শিশুদের মধ্যে নগদ টাকাসহ পাঞ্জাবী, পাজামা, সালোয়ার-কামিজ (থ্রিপিস) ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এসব ঈদ উপহার ও ইফতার সামগ্রী বিতরণের সময় ঘাঁটির কর্মকর্তা ও বিমানসেনাগণ উপস্থিত ছিলেন।

এছাড়া গতকাল মঙ্গলবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং পবিত্র রমজান মাস উপলক্ষে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বিমানবাহিনী ঘাঁটি জহুরুল হকের ব্যবস্থাপনায় এবং ঘাঁটি এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল এ এস এম ফখরুল ইসলামের তত্ত্বাবধানে সুধারাম এয়ারফিল্ড (চর শুল্লকিয়া), নোয়াখালীর পার্শ্ববর্তী এলাকার দুস্থ ও দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

প্রসঙ্গত, বাংলাদেশ বিমান বাহিনী করোনাকালীন অসামরিক জনগণকে মানবিক সহায়তার পাশাপাশি স্বাস্থ্যসেবা প্রদান করে আসছে। কোভিড-১৯'র প্রাথমিক উপসর্গ নির্ণয় ও পরামর্শ কেন্দ্র এবং বিশেষ মেডিকেল ক্যাম্প স্থাপনের মাধ্যমে বিনামূল্যে ঔষধ ও চিকিৎসাসেবা প্রদান অব্যাহত রয়েছে। জাতীয় যেকোনো ধরনের দুর্যোগ মোকাবিলা এবং করোনাভাইরাস প্রতিরোধকল্পে বাংলাদেশ বিমান বাহিনী বিভিন্ন কার্যক্রম পরিচালনার মাধ্যমে জনগণের পাশে রয়েছে।

বাণিজ্য থমকে আছে রেললাইনের অভাবে

ঝালকাঠির কাঁঠালিয়া:সেতুর খুঁটি নির্মাণেই মেয়াদ শেষ

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

কোন্দল, তবু আশাবাদী বিএনপি

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন

৭ ঘণ্টা পর ঝালকাঠির অবরোধ প্রত্যাহার, যান চলাচল স্বাভাবিক

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ ও সাবেক মেয়রের বাড়িতে আগুন

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

জমি নিয়ে বিরোধের জেরে গুলিবিদ্ধ একজন