হোম > সারা দেশ

করোনায় বাংলাদেশ বিমান বাহিনীর মানবিক সহায়তা অব্যাহত

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: করোনা মহামারি চলাকালীন মানবিক দায়িত্ববোধের অংশ হিসেবে ত্রাণ বিতরণ, বিনামূল্যে চিকিৎসাসেবা, অসামরিক সদস্যদের কোভিড-১৯ ভ্যাকসিন প্রদানসহ বিভিন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে। বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের দিক নির্দেশনায় বিভিন্ন ঘাঁটি এ কার্যক্রম চালাচ্ছে।

আজ বুধবার আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানা যায়, পবিত্র রমজান মাস উপলক্ষে বুধবার বিমানবাহিনী ঘাঁটি বাশার থেকে বিভিন্ন মাদ্রাসার ২৫০জন এতিম শিশুদের মধ্যে নগদ টাকাসহ পাঞ্জাবী, পাজামা, সালোয়ার-কামিজ (থ্রিপিস) ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এসব ঈদ উপহার ও ইফতার সামগ্রী বিতরণের সময় ঘাঁটির কর্মকর্তা ও বিমানসেনাগণ উপস্থিত ছিলেন।

এছাড়া গতকাল মঙ্গলবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং পবিত্র রমজান মাস উপলক্ষে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বিমানবাহিনী ঘাঁটি জহুরুল হকের ব্যবস্থাপনায় এবং ঘাঁটি এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল এ এস এম ফখরুল ইসলামের তত্ত্বাবধানে সুধারাম এয়ারফিল্ড (চর শুল্লকিয়া), নোয়াখালীর পার্শ্ববর্তী এলাকার দুস্থ ও দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

প্রসঙ্গত, বাংলাদেশ বিমান বাহিনী করোনাকালীন অসামরিক জনগণকে মানবিক সহায়তার পাশাপাশি স্বাস্থ্যসেবা প্রদান করে আসছে। কোভিড-১৯'র প্রাথমিক উপসর্গ নির্ণয় ও পরামর্শ কেন্দ্র এবং বিশেষ মেডিকেল ক্যাম্প স্থাপনের মাধ্যমে বিনামূল্যে ঔষধ ও চিকিৎসাসেবা প্রদান অব্যাহত রয়েছে। জাতীয় যেকোনো ধরনের দুর্যোগ মোকাবিলা এবং করোনাভাইরাস প্রতিরোধকল্পে বাংলাদেশ বিমান বাহিনী বিভিন্ন কার্যক্রম পরিচালনার মাধ্যমে জনগণের পাশে রয়েছে।

ফেনীতে শেখ হাসিনাসহ ১৭০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

এবার ভারত থেকে ইলিশ এল বাংলাদেশে!

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

শরীয়তপুরে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বাধায় আবারও রোগীর মৃত্যু

ছাত্রলীগ নেতাকে নিয়ে আইনজীবী-ছাত্রদল নেতার ধাক্কাধাক্কি, ভিডিও ভাইরাল

মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে পাঁচজনকে কুপিয়ে জখম

চাঁদপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২ প্রার্থীকে শোকজ

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

চবিতে নিয়োগে অনিয়মের অভিযোগ, অভিযান চালিয়ে নথিপত্র নিল দুদক

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা