হোম > সারা দেশ > সিলেট

সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কমিটিতে বিএনপি-জামায়াত-এনসিপির ৪ নেতা

নিজস্ব প্রতিবেদক, সিলেট  

এনামুল হক চৌধুরী, মোহাম্মদ শাহাজাহান আলী, নুরুল হুদা জুনেদ, নাঈম শেহজাদ। ছবি: সংগৃহীত

সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। কমিটিতে স্থান পেয়েছেন বিএনপি ও জামায়াতের দুই নেতা এবং এনসিপির দুই নেতা।

সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির অনুমোদনের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন সদ্য অনুমোদিত কমিটির সদস্য নুরুল হুদা জুনেদ ও এনামুল হক জুবের।

১১ সদস্যের এই কমিটির পদাধিকার বলে আহ্বায়ক মনোনীত হয়েছেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী। আর পদাধিকার বলে সদস্যসচিব রাখা হয়েছে যুব উন্নয়ন অধিদপ্তরের সিলেটের উপপরিচালককে।

বৃহস্পতিবার (১৯ জুন) এনএসসির সচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত অনুমোদনপত্রে এই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে বলা হয় জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর ধারা ২(১৫)-এ উল্লেখিত স্থানীয় ক্রীড়া সংস্থার সংশ্লিষ্ট গঠনতন্ত্র মোতাবেক জাতীয় ক্রীড়া পরিষদের ওপর অর্পিত ক্ষমতা অনুসরণে কমিটি হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর ২(৪) ও ৮-এ বর্ণিত পরিষদের চেয়ারম্যান কর্তৃক এ কমিটি অনুমোদিত হয়।

কমিটির বাকি ৯ জনের মধ্যে প্রথম সদস্য বিএনপির ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ এনামুল হক চৌধুরী, দ্বিতীয় সদস্য সিলেট মহানগর জামায়াতের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান আলী, তৃতীয় সদস্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ এবং ১০ নম্বর সদস্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেটের নেতা, সদ্য ঘোষিত এনসিপির সিলেট মহানগর সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী নাঈম শেহজাদ ‘ছাত্র প্রতিনিধি’ হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। নাঈম সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজের শিক্ষার্থী।

‘ক্রীড়াসংশ্লিষ্ট ব্যক্তি, ক্রীড়া অনুরাগী ও সংগঠক’ হিসেবে স্থান পেয়েছেন এনামুল ও শাহজাহান। আর ‘ক্রীড়াসংশ্লিষ্ট ব্যক্তি, সাবেক ফুটবলার ও সংগঠক’ হিসেবে জুনেদকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন সাবেক ক্রিকেটার এনামুল হক জুনিয়র, সাবেক ক্রিকেটার ও কোচ রাহাত শামস, ক্রীড়া অনুরাগী ও সংগঠক মো. মোকাম্মেল হক এবং সাবেক ফুটবলার আবিবুল বারি আয়হান। এ ছাড়া ক্রীড়া সাংবাদিক প্রতিনিধি হিসেবে এনামুল হক জুবেরকে অন্তর্ভুক্ত করা হয়।

রাবি ক্যাম্পাসে শিক্ষকের গাড়ির ধাক্কায় পা ভাঙল ছাত্রীর

রাজশাহীতে কলার হাটে ট্রাক উল্টে মৃতের সংখ্যা বেড়ে ৫

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

ভোলা-২: আম-ছালা দুটোই খোয়ালেন নারী প্রার্থী তাছলিমা

ড. ওসমান ফারুকের সম্পদ ৬ কোটির বেশি, বিদেশি মুদ্রা প্রায় ১২ লাখ ডলার

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

‘সাদাপাথর-কাণ্ডে পদ স্থগিত’ সেই সাহাব উদ্দিনকে দলে ফিরিয়ে নিল বিএনপি

ভূমি জালিয়াতি: বরিশালে সাবেক কানুনগো ও তহশিলদার কারাগারে

বরিশালে ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে হামলা-ভাঙচুর

বরিশালে নতুন বই পেয়ে শিশুদের উচ্ছ্বাস