করোনা সংক্রমণের হার বাড়ায় স্থগিত হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন। সংক্রমণ বাড়ায় এরই মধ্যে সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ১৮টি জরুরী নির্দেশনা জারি করেছে।
সোমবার নির্বাচন কমিশনারদের এক বৈঠকে নির্বাচন স্থগিতের বিষয়ে আলোচনা হয়। তবে আগামী ১ এপ্রিল কমিশনের সভার পর চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।
অন্যদিকে কমিশন সূত্রে জানা গেছে, ৩১ মার্চ পর্যন্ত নির্ধারিত ভোট গ্রহণের সিদ্ধান্ত ঠিক থাকবে। সে অনুযায়ী বুধবার যশোর সদর, মাদারীপুরের কালকিনি পৌরসভায় নির্ধারিত ভোট অনুষ্ঠিত হবে। এ ছাড়া ঠাকুরগাঁও সদরের ও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভায় একটি করে ওয়ার্ডে নির্ধারিত ভোট হবে।