হোম > সারা দেশ > ময়মনসিংহ

কেন্দুয়ায় দুই অটোরিকশার সংঘর্ষে নারী নিহত

নেত্রকোনা প্রতিনিধি

প্রতীকী ছবি

নেত্রকোনার কেন্দুয়ায় দুই অটোরিকশার সংঘর্ষে রাহেলা বেগম (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন।

আজ রোববার দুপুরে কেন্দুয়া-নেত্রকোনা সড়কের সিংহেরগাঁও ক্লাবঘর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাহেলা বেগম জেলার বারহাট্টা উপজেলার সাহতা গ্রামের মৃত রহিম উদ্দিনের স্ত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাহেলা বেগম তাঁর মেয়েকে নিয়ে নেত্রকোনা থেকে সিএনজিচালিত অটোরিকশায় কেন্দুয়া যাচ্ছিলেন। পথে সিংহেরগাঁও ক্লাবঘর মোড় এলাকায় পৌঁছালে তাঁদের বহনকারী আরেকটি অটোরিকশাকে ওভারটেক করার সময় সামনে থাকা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে সিএনজিটি উল্টে গেলে রাহেলা বেগম গুরুতর আহত হন। একই গাড়িতে থাকা এক ব্যাংক কর্মকর্তাও আহত হন।

পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক রাহেলাকে মৃত ঘোষণা করেন। আহত ব্যাংক কর্মকর্তা চিকিৎসাধীন। তবে তাৎক্ষণিকভাবে তাঁর নাম-পরিচয় জানা যায়নি।

নিহত ব্যক্তির স্বজনেরা জানান, রাহেলা বেগম তাঁর মেয়েকে নিয়ে নারায়ণগঞ্জের কাঁচপুরে ছেলের বাসায় যাচ্ছিলেন। কেন্দুয়া থেকে হিমাচল পরিবহনের একটি বাসে ওঠার জন্য অটোরিকশায় করে রওনা হন তাঁরা।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

দুয়ারেই বিষাক্ত ধোঁয়া দম বন্ধ পড়াশোনা

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ শফিকুল মারা গেছেন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

‘ইচ্ছাকৃত ঋণখেলাপি’ বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ না করতে ব্যাংকের চিঠি

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মাদারীপুরে পাল্টাপাল্টি ধাওয়া: ঢাকা-বরিশাল মহাসড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ