হোম > সারা দেশ

মুন্সিগঞ্জে তিন খুনের ঘটনায় রিমান্ডে ৬ আসামি

প্রতিনিধি, মুন্সিগঞ্জ

মুন্সিগঞ্জ সদর উপজেলায় সালিশে ছুরিকাঘাতে তিনজনকে হত্যার ঘটনায় এক নারীকে তিন দিন ও অন্য পাঁচ আসামিকে পাঁচ দিন করে রিমান্ড আদেশ দিয়েছেন আদালত। আজ রোববার বেলা ১২টার দিকে আমলি আদালত-১ এর বিচারক মুখ্য বিচারিক হাকিম কাজি কামরুল ইসলাম এ আদেশ দেন।

রোববার সকালে আসামিদের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে তোলা হয়। বেলা ১২টার দিকে শুনানি শেষে পাঁচ আসামির পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। আসামিরা হলেন মো. জামাল হোসেন (৫২) ও তাঁর স্ত্রী নাসরিন বেগম (৪০), মো. জাহাঙ্গীর হোসেন (৫০), মো. রনি (৩২), মো. ইমরান হোসেন (২০), রাহুল প্রধান (২২)।

গত বুধবার বিকেলে উত্তর ইসলামপুর এলাকায় দুটি কিশোর গ্যাংয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। সেখানে হাতাহাতির ঘটনাও ঘটে। সমস্যার সমাধান করতে সেদিন রাত ১০টার দিকে দুই পক্ষকে নিয়ে সালিশে বসেন স্থানীয়রা। সেখানে সৌরভ, সিহাব ও অভি পক্ষের ছুরিকাঘাতে প্রাণ যায় অন্য পক্ষের মো. ইমন হোসেন (২২), মো. সাকিব হোসেন (১৯) ও মিন্টু প্রধানের (৪০)। এ ঘটনায় তিনজনকে হত্যার অভিযোগে ১২ জনের নাম উল্লেখসহ ২৭ জনকে আসামি করে মামলা করা হয়। এখন পর্যন্ত ছয়জনকে গেপ্তার করেছে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা ও মুন্সিগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) রাজীব খান জানান, নিহত মিন্টু প্রধানের স্ত্রী খালেদা আক্তার বাদি হয়ে গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার পর একটি মামলা করেন। এতে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১০-১৫ জনকে আসামি করা হয়। মামলার এজাহারভুক্ত পাঁচ আসামি ও সন্দেহভাজন একজনের ১০ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করা হয়। আদালত এক নারীর তিন দিন ও অন্য পাঁচজনের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন। তিনি আরও বলেন, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বিপথগামীর জন্য কারাগার হবে সংশোধনাগার: আইজি প্রিজন

নরসিংদী-৩: খেলাফত মজলিসকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

শ্রীপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের সাউন্ড গ্রেনেড-লাঠিপেটা

নকলায় উপজেলা নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে সহকর্মীকে মারধরের অভিযোগ

রুয়েটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিলেন ১৫ হাজা ৫৬৭ পরীক্ষার্থী

ভাসানচর থেকে পালিয়ে আসা শিশুসহ ৭ রোহিঙ্গা আটক

হাদি হত্যা: শুটার ফয়সালের ‘সহযোগী’ রুবেলকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে পেল সিআইডি

জৈন্তাপুরে বিজিবির ওপর চোরাকারবারি চক্রের হামলা, থানায় মামলা

পিরোজপুর-২: স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেনের নির্বাচনী ক্যাম্পে ভাঙচুর-হামলা

চা-শ্রমিক ও দিনমজুরদের ফ্যামিলি কার্ড দেওয়া হবে: তারেক রহমান