হোম > সারা দেশ > বরিশাল

উপাচার্যের পদত্যাগ দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে কাল থেকে প্রশাসনিক শাটডাউন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অপসারণ দাবিতে আজ অবস্থান কর্মসূচি শিক্ষার্থীদের। ছবি: আজকের পত্রিকা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য ড. সুচিতা শরমিনের অপসারণ দাবিতে আগামীকাল মঙ্গলবার থেকে জরুরি সেবা বাদে সব দপ্তরে তালা ঝুলিয়ে প্রশাসনিক শাটডাউনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এর আগে আজ সোমবার ক্যাম্পাসে আড়াই ঘণ্টা অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। এরপর তাঁরা বরিশাল-কুয়াকাটা মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন।

আন্দোলনরত শিক্ষার্থীদের অন্যতম রাকিন খান বলেন, তাঁদের এক দফার প্রতি ৯০ ভাগ শিক্ষার্থীর সমর্থন রয়েছে। শিক্ষক–কর্মকর্তারাও উপাচার্যের স্বেচ্ছাচারিতায় বিরক্ত। অধিকাংশ শিক্ষক তাঁদের সমর্থন দিয়েছেন। তিনি জানান, মঙ্গলবার থেকে প্রশাসনিক শাটডাউনে যাচ্ছেন। জরুরি সেবা ও একাডেমিক কার্যক্রম বাদে সব দপ্তরে তালা ঝুলিয়ে দেওয়া হবে। তাতে উপাচার্যের দপ্তরও বাদ যাবে না।

অপর শিক্ষার্থী মোশারফ হোসেন বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী ঐক্যবদ্ধ হয়েছি উপাচার্যের পদত্যাগের দাবিতে। যারা এই উপাচার্যের দালালি করবে, তাদের ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হবে।’  

বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক শহিদুল ইসলাম শাহেদ বলেন, ‘এই ভিসি শিক্ষার্থীদের দাবি পূরণে ব্যর্থ হয়েছে। আমরা ইউজিসিকে আহ্বান করছি, অবিলম্বে এই অযোগ্য ভিসিকে অপসারণ করতে হবে এবং একজন সৎ ও যোগ্য ভিসিকে নিয়োগ দিতে হবে।’

এ বিষয়ে জানতে উপাচার্য ড. সুচিতা শরমিনকে ফোন দেওয়া হলেও তিনি তা ধরেননি। উপ–উপাচার্য ড. গোলাম রব্বানীও এ প্রসঙ্গে মন্তব্য করতে চাননি।

প্রসঙ্গত, বিভিন্ন দাবিতে গত ১৯ দিন ধরে উপাচার্যের বিরুদ্ধে আন্দোলন চলছে। তাঁর পদত্যাগের দাবিতে গতকাল থেকে এক দফা ঘোষণা দেন শিক্ষার্থীরা।

চাঁদা চাইতে গিয়ে পিটুনির শিকার বিএনপির কর্মী

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

রাবি ক্যাম্পাসে শিক্ষকের গাড়ির ধাক্কায় পা ভাঙল ছাত্রীর

রাজশাহীতে কলার হাটে ট্রাক উল্টে মৃতের সংখ্যা বেড়ে ৫

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

ভোলা-২: আম-ছালা দুটোই খোয়ালেন নারী প্রার্থী তাছলিমা

ড. ওসমান ফারুকের সম্পদ ৬ কোটির বেশি, বিদেশি মুদ্রা প্রায় ১২ লাখ ডলার

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

সাদাপাথর-কাণ্ড: সাহাব উদ্দিনকে দলীয় পদ ফিরিয়ে দিল বিএনপি

ভূমি জালিয়াতি: বরিশালে সাবেক কানুনগো ও তহশিলদার কারাগারে