হোম > সারা দেশ > সিলেট

ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন শাবিপ্রবির ৫ গবেষক

শাবিপ্রবি প্রতিনিধি 

গবেষণায় বিশেষ অবদানের জন্য ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাঁচ গবেষক। ছবি: আজকের পত্রিকা

গবেষণায় বিশেষ অবদানের জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) পাঁচ শিক্ষককে ‘ভাইস চ্যান্সেলর (ভিসি) অ্যাওয়ার্ড-২০২৪’ দেওয়া হয়েছে। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে গবেষণা ও উদ্ভাবনবিষয়ক ১২তম সম্মেলনে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম।

অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষকেরা হলেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. মিজানুর রহমান খান, বন ও পরিবেশবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আবু সাঈদ আরফিন খান, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক জি এম নূরনবী আজাদ জুয়েল ও অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক তারিক আজিজ।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. আমিনুল ইসলাম বলেন, ‘আপনাদের এখানে অনেক উচ্চমানের গবেষক রয়েছেন। আপনারা এমনভাবে কাজ করবেন যাতে গবেষণায় এই বিশ্ববিদ্যালয় দেশের সর্বোচ্চ বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়। বিশেষ করে আপনারা সিলেটের হাওর অঞ্চল মানুষের সমস্যা এবং এর সমাধান নিয়ে গবেষণা করবেন। এমনকি সিলেটের চা নিয়েও আপনারা গবেষণা করতে পারেন।’

অনুষ্ঠানে উপ-উপাচার্য ড. মো. সাজেদুল করিম সভাপতিত্ব করেন। এতে সম্মানিত অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য মো. আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন শাবিপ্রবির কোষাধ্যক্ষ ড. মো. ইসমাইল হোসেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. হোসেন আল মামুন ও পূবালী ব্যাংকের উপপরিচালক আহমেদ এনায়েত মনজুর।

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের এক যুবক নিহত

ট্রাক-অ্যাম্বুলেন্সের সংঘর্ষ: স্ট্রোক করা মিজানকে নিয়ে ঢাকা যাচ্ছিলেন স্ত্রী ও শ্যালক, মারা গেলেন সবাই

চাঁদপুরে আগুনে কিশোরের মৃত্যু, পুড়েছে ৫ ব্যবসাপ্রতিষ্ঠান

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চ

শীতের চেয়েও কাজ না পাওয়ার কষ্ট বেশি

কুয়াশায় যমুনায় আটকা বর-কনেসহ ৪৭ যাত্রীর নৌকা, ১৫ ঘণ্টা পর উদ্ধার

ফরিদপুরে জেমসের কনসার্ট পণ্ড, কী ঘটেছিল সেখানে

গাজীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: কুড়িগ্রাম থেকে অভিযুক্ত স্বামী গ্রেপ্তার