হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্রনেতাকে মারধরের অভিযোগ

বগুড়া প্রতিনিধি

শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জড়ো হন বৈষম্যবিরোধী ছাত্ররা। ছবি: সংগৃহীত

বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক রিয়াদ হাসানকে মারধরের অভিযোগ উঠেছে বিএনপির নেতার ছেলের বিরুদ্ধে। বর্তমানে রিয়াদ মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন।

রোববার (২৭ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে এ ঘটনা ঘটে। রিয়াদ জেলার গাবতলী উপজেলার শালুকগাড়ি এলাকার বাসিন্দা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বগুড়া জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বগুড়া জেলার আহ্বায়ক মাহমুদুল হাসান জানান, ঘটনার সময় রিয়াদ খেলার মাঠে আড্ডা দিচ্ছিলেন। এ সময় জেলা বিএনপির সদস্য ও পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফারুকের ছেলে সিফাতের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সিফাত রিয়াদের মাথায় আঘাত করে পাশের মসজিদের ভেতরে আশ্রয় নেন। খবর পেয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা মসজিদের সামনে অবস্থান নেন। খবর পেয়ে সদর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

মাহমুদুল হাসান আরও বলেন, ‘পুলিশের উপস্থিতিতেই অভিযুক্ত সিফাতকে উদ্ধার করে নিয়ে যান তাঁর বাবা ফারুকসহ কয়েকজন বিএনপির নেতা। এতে আমরা ক্ষুব্ধ।’

এ বিষয়ে সদর ফাঁড়ির পুলিশ পরিদর্শক শফিকুল ইসলাম বলেন, ‘মারধরের ঘটনা শুনেছি। পুলিশের উপস্থিতিতে অভিযুক্তকে নিয়ে যাওয়া হয়েছে কি না, সে বিষয়ে আমার জানা নেই। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরা আর নেই

টানা শৈত্যপ্রবাহের কবলে পঞ্চগড়, বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা

সাড়া দেননি জনপ্রতিনিধিরা, কপোতাক্ষ নদে ৫ লাখ টাকায় সেতু বানালেন প্রবাসী যুবক

আপিলেও টিকল না মনোনয়ন, পিরোজপুর-২ আসনে ঝরে পড়লেন স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেন

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

কালিয়াকৈরে মাদ্রাসার টয়লেট থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

যশোর এমএম কলেজের হলে ঢুকে ছাত্রকে কুপিয়ে জখম

বিএনপির অধিকাংশ প্রার্থী কোটিপতি

স্বর্ণালংকার বেশি পুরুষ প্রার্থীর, মামলা বেশি নারী প্রার্থীর