গাজীপুর জেলা বিএনপির অধীনস্থ ৫টি উপজেলা ও ৩ পৌরসভা ইউনিটের ৪১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বিএনপির মিডিয়া সেলের ফেসবুক আইডিতে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
শনিবার (১৪ জুন) সন্ধ্যায় গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক এ কে এম ফজলুল হক মিলন, ১ নম্বর যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু ও সদস্যসচিব ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী স্বাক্ষরিত পৃথক চিঠিতে জেলার মোট ৮টি ইউনিটের প্রতিটি ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে নেতারা জানান, সাংগঠনিক পুনর্গঠনের অংশ হিসেবে এ কমিটিগুলো গঠন করা হয়েছে, যার মাধ্যমে তৃণমূল পর্যায়ে বিএনপির কার্যক্রম আরও সুসংহত ও শক্তিশালী হবে। পাশাপাশি, আগামীর রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে এসব ইউনিট অগ্রণী ভূমিকা পালন করবে বলে দলটি আশা করছে।
নবগঠিত কমিটিগুলোর মধ্যে গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে মো. আবু তাহের মুসুল্লী, সদস্যসচিব হিসেবে আবু বক্কর সিদ্দিক; শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে মো. আব্দুল মোতালেব, সদস্যসচিব হিসেবে খায়রুল কবির মণ্ডল আজাদ, শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হিসেবে মো. হুমায়ন কবির সরকার, সদস্যসচিব বিল্লাল হোসেন ব্যাপারী; কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে শাহ রিয়াজুল হান্নান, সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা; কালিয়াকৈর উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে মো. নুরুল ইসলাম সিকদার, সদস্যসচিব হিসেবে এম আনোয়ার হোসেন, কালিয়াকৈর পৌর বিএনপির আহ্বায়ক হিসেবে মো. মামুদ সরকার, সদস্যসচিব হিসেবে মো. মহসিন উজ্জামান; কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে মাস্টার হুমায়ুন কবির, সদস্যসচিব হিসেবে খালেকুজ্জামান বাবলু, কালীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক হিসেবে মো. হোসেন আরমান, সদস্যসচিব হিসেবে ইব্রাহীম প্রধানকে মনোনীত করা হয়েছে।