হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুর জেলা বিএনপির ৮ ইউনিটের আহ্বায়ক কমিটি গঠন

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর জেলা বিএনপির অধীনস্থ ৫টি উপজেলা ও ৩ পৌরসভা ইউনিটের ৪১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বিএনপির মিডিয়া সেলের ফেসবুক আইডিতে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

শনিবার (১৪ জুন) সন্ধ্যায় গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক এ কে এম ফজলুল হক মিলন, ১ নম্বর যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু ও সদস্যসচিব ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী স্বাক্ষরিত পৃথক চিঠিতে জেলার মোট ৮টি ইউনিটের প্রতিটি ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে নেতারা জানান, সাংগঠনিক পুনর্গঠনের অংশ হিসেবে এ কমিটিগুলো গঠন করা হয়েছে, যার মাধ্যমে তৃণমূল পর্যায়ে বিএনপির কার্যক্রম আরও সুসংহত ও শক্তিশালী হবে। পাশাপাশি, আগামীর রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে এসব ইউনিট অগ্রণী ভূমিকা পালন করবে বলে দলটি আশা করছে।

নবগঠিত কমিটিগুলোর মধ্যে গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে মো. আবু তাহের মুসুল্লী, সদস্যসচিব হিসেবে আবু বক্কর সিদ্দিক; শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে মো. আব্দুল মোতালেব, সদস্যসচিব হিসেবে খায়রুল কবির মণ্ডল আজাদ, শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হিসেবে মো. হুমায়ন কবির সরকার, সদস্যসচিব বিল্লাল হোসেন ব্যাপারী; কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে শাহ রিয়াজুল হান্নান, সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা; কালিয়াকৈর উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে মো. নুরুল ইসলাম সিকদার, সদস্যসচিব হিসেবে এম আনোয়ার হোসেন, কালিয়াকৈর পৌর বিএনপির আহ্বায়ক হিসেবে মো. মামুদ সরকার, সদস্যসচিব হিসেবে মো. মহসিন উজ্জামান; কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে মাস্টার হুমায়ুন কবির, সদস্যসচিব হিসেবে খালেকুজ্জামান বাবলু, কালীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক হিসেবে মো. হোসেন আরমান, সদস্যসচিব হিসেবে ইব্রাহীম প্রধানকে মনোনীত করা হয়েছে।

স্ত্রীকে ‘ভাবি’ বানিয়ে মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলন, ছেলেকে বানিয়েছেন ভাতিজা

জবি ভিসির ভবন ঘেরাও করে রেখেছেন আস-সুন্নাহর মেধাবী প্রজেক্টের শিক্ষার্থীরা

বেনাপোলে ভারতীয় ট্রাকে কোটি টাকার অবৈধ পণ্য

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন গ্যাসকূপের খনন শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট

আতিফ আসলামের কনসার্ট নিয়ে প্রতারণা: মেইন স্টেজের ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

ভিডিও করতে গিয়ে বন্য হাতির পায়ে পিষ্ট হলেন কনটেন্ট ক্রিয়েটর

ফলের দোকানে অটোরিকশার ধাক্কার জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০

ব্যবসায়ীর দোকানে হামলা, মারধর করে টাকা লুটের অভিযোগ

আনিস আলমগীরকে ৫ দিনের রিমান্ডে পেল পুলিশ

জীবননগরে ট্রলির ধাক্কায় শিশু নিহত