হোম > সারা দেশ

রামগতিতে গৃহবধূকে হত্যার অভিযোগে শাশুড়ি গ্রেপ্তার

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগতিতে পারিবারিক কলহের জেরে বিবি রাজিয়া নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে শাশুড়ির বিরুদ্ধে। এ ঘটনায় শাশুড়ি রৌশনারা বেগমকে গতকাল শুক্রবার গ্রেপ্তার করেছে পুলিশ। 

ঘটনার পর থেকে নিহতের স্বামী সাইফুল ইসলাম পলাতক রয়েছেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, চার বছর আগে উপজেলার চর পোড়াগাছা এলাকার আবদুর রবের মেয়ে রাজিয়ার সঙ্গে চর আফজল এলাকার মো. নেজামের ছেলে সাইফুলের বিয়ে হয়। বেড়িবাঁধের ওপর থেকে দুই বছর বয়সী ছেলে গড়িয়ে পড়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে সাইফুল গত মঙ্গলবার স্ত্রীকে মারধর করেন। রাজিয়ার স্বজনদের দাবি, কলহ আরও বাড়ে যাওয়ায় গত বুধবার রাতে সাইফুল তাঁর মা ও ভগ্নিপতিকে নিয়ে স্ত্রীকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করেন। পরে তাঁর লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে অপপ্রচার চালান। 

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, রাজিয়ার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রাজিয়ার বাবা আবদুর রব সাইফুলকে প্রধান আসামি করে থানায় হত্যা মামলা করেছেন। মামলার দুই নম্বর আসামি রাজিয়ার শাশুড়ি রৌশনারা বেগমকে গতকাল শুক্রবার গ্রেপ্তার করে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। পরে আদালতের নির্দেশে তাঁকে জেলহাজতে পাঠানো হয়। এ ঘটনায় অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

দুয়ারেই বিষাক্ত ধোঁয়া দম বন্ধ পড়াশোনা

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ শফিকুল মারা গেছেন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

‘ইচ্ছাকৃত ঋণখেলাপি’ বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ না করতে ব্যাংকের চিঠি

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মাদারীপুরে পাল্টাপাল্টি ধাওয়া: ঢাকা-বরিশাল মহাসড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ