হোম > সারা দেশ

রামগতিতে গৃহবধূকে হত্যার অভিযোগে শাশুড়ি গ্রেপ্তার

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগতিতে পারিবারিক কলহের জেরে বিবি রাজিয়া নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে শাশুড়ির বিরুদ্ধে। এ ঘটনায় শাশুড়ি রৌশনারা বেগমকে গতকাল শুক্রবার গ্রেপ্তার করেছে পুলিশ। 

ঘটনার পর থেকে নিহতের স্বামী সাইফুল ইসলাম পলাতক রয়েছেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, চার বছর আগে উপজেলার চর পোড়াগাছা এলাকার আবদুর রবের মেয়ে রাজিয়ার সঙ্গে চর আফজল এলাকার মো. নেজামের ছেলে সাইফুলের বিয়ে হয়। বেড়িবাঁধের ওপর থেকে দুই বছর বয়সী ছেলে গড়িয়ে পড়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে সাইফুল গত মঙ্গলবার স্ত্রীকে মারধর করেন। রাজিয়ার স্বজনদের দাবি, কলহ আরও বাড়ে যাওয়ায় গত বুধবার রাতে সাইফুল তাঁর মা ও ভগ্নিপতিকে নিয়ে স্ত্রীকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করেন। পরে তাঁর লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে অপপ্রচার চালান। 

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, রাজিয়ার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রাজিয়ার বাবা আবদুর রব সাইফুলকে প্রধান আসামি করে থানায় হত্যা মামলা করেছেন। মামলার দুই নম্বর আসামি রাজিয়ার শাশুড়ি রৌশনারা বেগমকে গতকাল শুক্রবার গ্রেপ্তার করে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। পরে আদালতের নির্দেশে তাঁকে জেলহাজতে পাঠানো হয়। এ ঘটনায় অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল ২ দিনের রিমান্ডে

চাঁপাইনবাবগঞ্জে দাঁড়িপাল্লার ব্যানার, ফেস্টুন পুড়িয়ে ও ছিঁড়ে ফেলার অভিযোগ

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কাজী মমরেজ মাহমুদের আয়কর নথি জব্দের নির্দেশ

বিড়ি খাওয়া নিয়ে বক্তব্যে জামায়াতের ২ কোটি ভোট বেড়েছে: ড. ফয়জুল হক

ঢাকা কলেজ ও আইডিয়াল শিক্ষার্থীদের সংঘর্ষে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ, বাস ভাঙচুর

চট্টগ্রামে সুন্নিজোট প্রার্থীর গাড়িতে হামলা

লক্ষ্মীপুরে ব্যানার টাঙানো নিয়ে জামায়াত-বিএনপির পাল্টাপাল্টি হামলা, আহত ৫

টঙ্গিবাড়ীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, উত্তেজনা

ময়মনসিংহে শান্তি ঐক্য বজায় রাখতে শপথ নিলেন এমপি প্রার্থীরা

সকালে মানববন্ধন, বিকেলে ইউএনওর বদলি বাতিল