হোম > সারা দেশ > ভোলা

নদীতে ট্রলারের ইঞ্জিন বিকল, মাঝিসহ ৬২ জনকে উদ্ধার

ভোলা প্রতিনিধি

ভোলায় ইঞ্জিন বিকল হয়ে পড়া ট্রলার থেকে যাত্রীকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। ছবি: আজকের পত্রিকা

ভোলায় ইঞ্জিন বিকল হয়ে নদীতে ভাসমান ট্রলার থেকে মাঝিসহ ৬২ জন যাত্রীকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। আজ শুক্রবার কোস্ট গার্ড ভোলা দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

কোস্ট গার্ড জানায়, আজ সকাল ১০টার দিকে সদর উপজেলার ইলিশা লঞ্চঘাটসংলগ্ন মাঝের চর এলাকায় লক্ষ্মীপুর থেকে ইলিশা লঞ্চঘাটে যাওয়ার পথে একটি ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ৬০ জন যাত্রীসহ ইঞ্জিনচালিত ট্রলারটি মাঝ নদীতে ভাসতে থাকে। বিষয়টি ট্রলারে থাকা একজন যাত্রী কোস্ট গার্ডকে অবগত করে।

খবর পেয়ে তখন কোস্ট গার্ড স্টেশন ইলিশা কর্তৃক একটি উদ্ধারকারী একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং দুজন মাঝিসহ মোট ৬২ জনকে উদ্ধার করে। পরে তাদের বোটযোগে নিরাপদে ইলিশা লঞ্চঘাটে পৌঁছে দেওয়া হয়। মাঝিদের বিরুদ্ধে ট্রলারে অবৈধভাবে যাত্রী পরিবহনের দায়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ইলিশা নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ বলেন, কোস্ট গার্ড উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এ ছাড়া আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নৌপথে যাত্রী সাধারণের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোস্ট গার্ড নিয়োজিত রয়েছে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলেও জানান কোস্ট গার্ডের এ কর্মকর্তা।

মোছাব্বির হত্যায় গ্রেপ্তার দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

গ্রামীণ ফেব্রিকস কারখানায় হামলা ও কর্মকর্তাদের অবরুদ্ধ করার ঘটনায় ৬ শ্রমিক গ্রেপ্তার

মানিকগঞ্জের ডেলটা হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ

বাউফলে দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যুবকের বিরুদ্ধে, সহযোগিতার জন্য মা গ্রেপ্তার

গোপালপুরে পানির ট্যাংকিতে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

বাগেরহাটে এনসিপির ১২ নেতার পদত্যাগ

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিজিবির অভিযান: বিপুল মাদক ও চোরাই পণ্য জব্দ, আটক ১