হোম > সারা দেশ > দিনাজপুর

দিনাজপুর জেলা কারাগারে সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর জেলা কারাগার। ছবি: সংগৃহীত

দিনাজপুর জেলা কারাগারে ডাকাতিসহ দুটি মামলায় সাজাপ্রাপ্ত এবং অপর একটি মামলায় বিচারাধীন এক কয়েদির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। মৃত ওই আসামির নাম সামসুল হক মন্ডল (৪৭)। তিনি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বড় বদনা পূর্বপাড়া এলাকার মৃত মোজাম মন্ডলের ছেলে।

দিনাজপুর জেলা কারাগার সূত্রে জানা গেছে, কয়েদি সামসুল হক মন্ডল আজ বুধবার ভোর ৫টার দিকে অসুস্থ বোধ করলে তাঁকে দ্রুত দিনাজপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৬টা ৩০ মিনিটে তিনি মারা যান। বর্তমানে তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে রয়েছে। কয়েদি সামসুল একটি ডাকাতি মামলায় পাঁচ বছর সাজা পেয়ে দণ্ড ভোগ করছিলেন। এ ছাড়া তিনি আইনশৃঙ্খলা বিঘ্নের অপর একটি মামলায় দুই বছরের সাজা ভোগ করছেন এবং আরও একটি মামলা বিচারাধীন রয়েছে।

দিনাজপুর কারাগারের জেল সুপার মো. মতিয়ার রহমান আজকের পত্রিকাকে জানান, কয়েদি সামসুল হক মন্ডল আজ বুধবার ভোর ৫টার দিকে অসুস্থ বোধ করলে তাকে দ্রুত দিনাজপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৬টা ৩০ মিনিটে মৃত্যুবরণ করেন। বর্তমানে তার লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শীতলক্ষ্যা তৃতীয় সেতুর নতুন নাম ‘শহীদ ওসমান হাদি’

হঠাৎ ঘন কুয়াশায় মাদারীপুর অন্ধকারে

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

একসময়ের জ্ঞানের বাতিঘর আজ নিকষ কালো অন্ধকার

হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ শুরু না হওয়ায় শঙ্কায় কৃষক

নীলফামারীর ৪টি আসন: চমকে দিতে পারেন স্বতন্ত্র প্রার্থীরা

বরগুনায় নদীভাঙন: ঝুঁকিতে আবাসন প্রকল্প, খাদ্যগুদাম

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক

যশোর বিএনপি : ৩ আসনে প্রার্থী বদল, মাঠে বঞ্চিত ১০ জন

ডেমরায় ডিবি পরিচয়ে অপহরণচেষ্টাকালে আটক ৩