হোম > সারা দেশ

সিলেটে বাম জোটের মানববন্ধনে পুলিশের লাঠিচার্জ

প্রতিনিধি, সিলেট (ওসমানীনগর)

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে সিলেটে বাম গণতান্ত্রিক জোটের মানববন্ধন ও কালো পতাকা মিছিলে পুলিশ লাঠিচার্জ করেছে। এসময় পুলিশের সঙ্গে সংঘর্ষেও জড়ায় আন্দোলনকারীরা।

বুধবার বিকেল সাড়ে ৪ টায় নগরীর চৌহাট্রা এলাকায় এ ঘটনা ঘটে।

কোতোয়ালী থানার ওসি এসএম আবু ফরহাদ বলেন, বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন এবং কালো পতাকা মিছিল কর্মসূচি পালন করতে শহীদ মিনারে জড়ো হয় বাম গণতান্ত্রিক জোটের কর্মীরা। মানববন্ধন শেষে মোদি বিরোধী স্লোগান দিয়ে কালো পতাকা মিছিল শুরু করলে পুলিশ বাধা দেয়। এ সময় বাম গণতান্ত্রিক জোটের কর্মীরা পুলিশের দিকে মারমুখো হয়ে প্রতিবাদ জানালে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্লাহ তাহের বলেন, বাংলাদেশের মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে ঘিরে একটি মহল অস্থিতিশীল পরিস্থিতি তৈরির লক্ষ্যে নগরীর চৌহাট্টা এলাকার কেন্দ্রীয় শহিদ মিনারের সমানে অবস্থান নেয়। পরে তারা রাস্তা বন্ধ করে একটি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।

এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ানোর কারণে পাঁচ জন পুরুষ ও দুই জন নারী আন্দোলনকারীকে আটক করা হরয়ছে। তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

খাগড়াছড়ির পানছড়ি: নিয়ন্ত্রণহীন অটোরিকশায় তীব্র যানজট, ভোগান্তি

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

মানিকগঞ্জের ৩ আসন: বিএনপির ঘাঁটিতে ভাগ বসাতে চায় জামায়াত

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

সাতক্ষীরায় জেলা আ.লীগ নেতার মনোনয়নপত্র জমা, সমর্থক আটক

ভোলায় বিজেপি কার্যালয়ে হামলা, ভাঙচুর