হোম > সারা দেশ

মতলব দক্ষিণে বাজারে অগ্নিকাণ্ড, পুড়ে গেল ১২ ব্যবসাপ্রতিষ্ঠান

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মুন্সীরহাট বাজারে আজ শুক্রবার ভোরে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া দোকান। ছবি: আজকের পত্রিকা

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মুন্সীরহাট বাজারে আগুন লেগে ১২টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। আজ শুক্রবার ভোর ৪টার দিকে বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। দুই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা জানান, ভোর ৪টার দিকে বাজারের আবদুল বাতেনের চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মসজিদের মাইক থেকে আগুন নেভাতে এলাকাবাসীর সহায়তা চাওয়া হয়। একই সঙ্গে ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আগুন নেভানোর কাজ করেন। ততক্ষণে বাজারের ১২টি দোকান পুড়ে যায়। তবে শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান আগুন থেকে রক্ষা পায়।

অগ্নিকাণ্ডের ঘটনায় কারও হতাহতের খবর পাওয়া যায়নি। পুড়ে যাওয়া দোকানের ব্যবসায়ীরা বলছেন, আগুনে তাঁদের সব মিলিয়ে কোটি টাকার ক্ষতি হয়েছে।

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মুন্সীরহাট বাজারে আজ শুক্রবার ভোরে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া দোকান। ছবি: আজকের পত্রিকা

ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে আবদুল বাতের চায়ের দোকান, নুরু বকাউলের ভাতের হোটেল, আনাসের মিষ্টির দোকান, আলী আহমেদের ফলের দোকান, হেলালের মুদি দোকান, হাশিম স্টোর ও কসমেটিকস, নয়নের মিষ্টির দোকান, শরীফের মোবাইল ফোনের দোকান, সাজুর পানের দোকান ও নুরুর ফলের দোকান।

মতলব দক্ষিণের ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মোহাম্মদ আলী আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি।

ব্রকলি চাষে নারীর ভাগ্যবদল

গাইবান্ধার গোবিন্দগঞ্জ: গ্রেপ্তার আতঙ্কে লাপাত্তা চেয়ারম্যান, সেবা বন্ধ

টাঙ্গাইলের গোপালপুর: উপকারে আসছে না ১৭ কোটি টাকার সেতু

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

বাঁধে ভাঙন কম, রক্ষায় তবু বেড়েছে বরাদ্দ

ঠাকুরগাঁওয়ে ১৩ মাসে ৩৪৬ জনের আত্মহত্যা

ভাড়া বাড়ি থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

গোপালগঞ্জে বিদ্যুতায়িত হয়ে দাদি-নাতিসহ ৩ জনের মৃত্যু