হোম > সারা দেশ

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নরেন্দ্র মোদি

একাত্তরে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আজ শুক্রবার (২৬ মার্চ) সকালে ঢাকা পৌঁছেন তিনি। হযরত শাহজালাল বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে তিনি জাতীয় স্মৃতিসৌধে যান। বেলা ১২টা ১০ মিনিটে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সেখানে এক মিনিট নীরবে দাঁড়িয়ে থাকেন।

জাতীয় স্মৃতিসৌধে বাংলাদেশের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে অর্জুন গাছের একটি চারা রোপণ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভারতের প্রধানমন্ত্রীর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকেও এ সংক্রান্ত টুইট করা হয়েছে। সঙ্গে যুক্ত করা হয়েছে প্রধানমন্ত্রীর স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন এবং অর্জনের চারা রোপণের ছবি।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুই দিনের সফরে ঢাকায় এসেছেন। আজ সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মোদি জাতীয় স্মৃতিসৌধে যান।

বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে আনুষ্ঠানিক আলোচনা করবেন নরেন্দ্র মোদি। সবশেষে বঙ্গভবনে যাবেন। সন্ধ্যায় সেখানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে ঢাকা ছেড়ে যাবেন ভারতের প্রধানমন্ত্রী।

করোনা মহামারী শুরুর পর এটিই নরেন্দ্র মোদির প্রথম বিদেশ সফর। আর ভারতের প্রধানমন্ত্রী হিসেবে এটি মোদির দ্বিতীয় ঢাকা সফর। এর আগে ২০১৫ সালের জুন ঢাকা এসেছিলেন ভারতের প্রধানমন্ত্রী।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

শাকসু নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার

বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

কুমিল্লায় নিজ গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় চিরশায়িত হলেন র‍্যাব কর্মকর্তা মোতালেব

পদ্মা সেতুর দায় পরিশোধ করতে গিয়ে চালের দাম ২০ টাকা বেড়ে গেছে: বাণিজ্য উপদেষ্টা

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

প্রশাসনের অভিযানে ১০ নৌকা কেটে ধ্বংস

সড়কে গাড়িতে অতিরিক্ত ওজন পরিবহন করায় রাস্তা নষ্ট, ২ লাখ টাকা জরিমানা

পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই নারীর