হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে মা-মেয়ে দগ্ধ

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ হয়ে মা-মেয়ে দগ্ধ হয়েছেন। গতকাল সোমবার (৩০ জুন) রাতে সিদ্ধিরগঞ্জের আদমজী এলাকার একটি টিনশেড বাসায় এ ঘটনা ঘটে।

দগ্ধ ব্যক্তিরা হলেন নাজমা বেগম (৪০) ও তাঁর মেয়ে মোছাম্মত আফরোজ আক্তার (১৬)। নাজমা বেগম বাসাবাড়িতে কাজ করেন।

গুরুতর দগ্ধ অবস্থায় মা-মেয়েকে গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। তাঁদের সঙ্গে থাকা রুবেল খান জানান, সিদ্ধিরগঞ্জের আদমজী এলাকার একটি টিনশেড বাসায় ভাড়া থাকেন ওই মা-মেয়ে। ওই বাসার নিচ দিয়ে গ্যাসের লাইন গেছে। ওই গ্যাসে লাইনের লিকেজ থেকে রাতে বিস্ফোরণে মা-মেয়ে দগ্ধ হন। পরে আমরা তাঁদের দুজনকে উদ্ধার করে জাতীয় বার্নে ইনস্টিটিউটে ভর্তি করানো হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক শাওয়ন বিন রহমান বলেন, ‘নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে মা ও মেয়ে দগ্ধ হয়ে আমাদের এখানে এসেছেন। মা নাজমা বেগমের শরীরে ২২ শতাংশ দগ্ধ হয়েছে ও মেয়ে আফরোজা আক্তারের ২২ শতাংশ দগ্ধ হয়েছে। তাঁদের শ্বাসনালি পুড়ে গেছে। তাঁদের দুজনকে হাই ডিফেন্সিভ কেয়ার ইউনিটে (এইসডিইউ) ভর্তি দেওয়া হয়েছে।’ রোগীদের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি।

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

জমি অধিগ্রহণ: ক্ষতিপূরণ মেলেনি ছয় বছরেও

দখল-দূষণে বিলীন আত্রাই: নদ ভরাট করে ক্লিনিক মার্কেট ভবন

টাঙ্গাইল: আট আসনে লড়াইয়ে বিএনপিরই ২৪ জন

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

লক্ষ্মীপুর-১ আসনে স্বতন্ত্র মাহফুজ আলম, এনসিপির পক্ষে মনোনয়নপত্র নিলেন বড় ভাই মাহবুব

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

পাকস্থলীতে হাজারখানেক ইয়াবাসহ বিমানযাত্রী গ্রেপ্তার

রোহিঙ্গা ক্যাম্পে আগুন, শতাধিক ঘরবাড়ি পুড়ে ছাই