হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪ কিলোমিটার যানজট

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে তীব্র যানজট। ছবি: আজকের পত্রিকা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এর ফলে যাত্রী ও যানবাহন-চালকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) বেলা ৩টা থেকে এ যানজট দেখা যায়।  

সরেজমিনে দেখা যায়, মহাসড়কের চট্টগ্রামমুখী সানারপাড় থেকে কাঁচপুর পর্যন্ত দূরপাল্লা ও আঞ্চলিক দুই লেনের প্রায় ৪ কিলোমিটার সড়কে যানবাহনের জট। এর ফলে যাত্রাপথে আটকা রয়েছেন অসংখ্য যাত্রী ও যানবাহন-চালকেরা। এ প্রতিবেদন লেখার সময়ও (বিকেল ৪টা ৪০) যানজট দেখা গেছে।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, নারায়ণগঞ্জের বন্দর উপজেলার এক কারখানার শ্রমিকদের আন্দোলনের ফলে এই যানজট সৃষ্টি হয়।

যানজটে আটকা পড়া সজীব বলেন, ‘৩৫ মিনিটের বেশি সময় ধরে মাদানি নগর ঢালে আটকা পড়েছি। গাড়ি নড়াচড়া করছে না। কী হয়েছে এখন পর্যন্ত জানতে পারিনি।’

গুরুত্বপূর্ণ কাজে কচুয়া গ্রামের বাড়ি যাচ্ছিলেন তামিম। তিনি বলেন, ‘যাত্রাবাড়ী আসার পথে ফাঁকা রাস্তা পেয়েছি। কিন্তু চিটাগং রোড এসে অনেকক্ষণ ধরে যানজটে আটকে আছি।’  

কয়েকজন লোকাল বাসচালক জানান, সকাল থেকে সড়ক ফাঁকা থাকলেও বেলা ৩টার পর থেকে মৌচাক থেকে কাঁচপুর পর্যন্ত তীব্র যানজট সৃষ্টি হয়েছে।  

এ বিষয় কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, ‘বন্দর উপজেলার একটা কারখানার শ্রমিকদের পাঁচ মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করায় এই যানজট সৃষ্টি হয়েছিল। আমরা মালিকপক্ষের সঙ্গে কথা বলে শ্রমিকদের সরিয়ে দিয়েছি। যান চলাচল স্বাভাবিক হচ্ছে।’

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

হাজতখানায় ‘বেয়াইখানা’ ৫ পুলিশ সদস্য বদলি

পরিত্যক্ত পানিতে লবণ তৈরি

খাদ্যের বস্তা কেনায় দুর্নীতির অভিযোগ

ঝিনাইদহে ৪ অবৈধ ইটভাটায় অভিযান, ২০ লাখ টাকা জরিমানা

ছিনতাই হওয়া পিকআপসহ যুবদল নেতা গ্রেপ্তার

নীলফামারীতে ট্রাকের ধাক্কায় নারী নিহত

শ্বশুরবাড়ি যাবেন তারেক রহমান, রান্না হচ্ছে চল্লিশ হাঁড়ি আখনি

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ