হোম > সারা দেশ > দিনাজপুর

গভীর রাতে সীমান্তে ঠেলে দেয় বিএসএফ, বাংলাদেশে এসে আটক ১৩

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বিরল উপজেলার এনায়েতপুর সীমান্তে আটক ব্যক্তিরা। ছবি: আজকের পত্রিকা

ভারতে পুলিশের হাতে আটক ১৩ ব্যক্তিকে সীমান্তে এনে গভীর রাতে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

দিনাজপুরের বিরল উপজেলার এনায়েতপুর সীমান্তে গতকাল বুধবার রাত ১২টা থেকে ১টার মধ্যে এই ঘটনা ঘটে। পরে সীমান্ত থেকে ১৩ জনকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল রাতে সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে ঢোকার সময় ওই ব্যক্তিদের আটক করে বিজিবির টহল দল। তাঁদের মধ্যে ১১ জন নারী ও দুজন পুরুষ। পরে তাঁদের ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। নাম ও পরিচয় যাচাই শেষে তাঁদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দিনাজপুর ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হুসেন জানান, বাংলাদেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় ভারত থেকে ঠেলে দেওয়া মানুষের সংখ্যা বেড়েছে। বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। এ ব্যাপারে স্থানীয় জনগণও প্রয়োজনীয় সহযোগিতা করছেন।

লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ বলেন, গতকাল রাত ১২টা থেকে ১টার মধ্যে এই সীমান্ত দিয়ে ১৩ জনকে পুশ ইন করা হয়। বিজিবি তাঁদের আটক করে ক্যাম্পে রেখে যাচাই-বাছাই করছে। তাঁদের বাংলাদেশি নাগরিকত্ব নিশ্চিত হওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা স্বীকার করেছেন যে গত এক মাসে বিভিন্ন সময়ে ভারতীয় পুলিশ তাঁদের গ্রেপ্তার করেছে।

ময়লা ফেলাকে কেন্দ্র করে পারিবারিক সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী নিহত

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

গ্রামীণ ফেব্রিকস কারখানায় হামলা ও কর্মকর্তাদের অবরুদ্ধ করার ঘটনায় ৬ শ্রমিক গ্রেপ্তার

মানিকগঞ্জের ডেলটা হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ

বাউফলে দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যুবকের বিরুদ্ধে, সহযোগিতার জন্য মা গ্রেপ্তার

গোপালপুরে পানির ট্যাংকিতে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

বাগেরহাটে এনসিপির ১২ নেতার পদত্যাগ

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার