ঢাকা: রাজধানীর পান্থপথে 'পান্থ প্লাজা' নামের সাততলা একটি ভবনের পাঁচ তলায় আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
সোমবার (১৭ মে) বিকেলে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করেন।
লিমা খানম বলেন, ‘খবর পাওয়া মাত্র আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও জানা যায়নি।’
এদিকে ভবনের নিরাপত্তা কর্মী শাহেদ জানিয়েছেন, ভবনটির পাঁচ তলায় ওয়াসো ক্রেডিট রেটিং নামের একটি ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানের সার্ভাররুম থেকে আগুন সূত্রপাত হয়েছে।
মোহাম্মাদপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার রায়হানুল আশরাফ বলেন, 'বিকেল ৪ টা ৪২ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তেমন একটা ক্ষয়ক্ষতি হয়নি। বিল্ডিংয়ে প্রচুর ধোঁয়া আছে। কোন হতাহতের ঘটনা ঘটেনি।'